Ajker Patrika

সাম্প্রদায়িক অপশক্তিই উন্নয়নের শত্রু: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রদায়িক অপশক্তিই উন্নয়নের শত্রু: তথ্যমন্ত্রী

সাম্প্রদায়িক অপশক্তিকে রাষ্ট্র ও উন্নয়নের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের দল এবং সরকার মনে করে সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক অপশক্তি রাষ্ট্রের বিকাশ ও উন্নয়নের শত্রু। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রেও এরাই শত্রু। আজ শুক্রবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে মহানগর সর্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীরেন শিকদার এবং সর্বজনীন পূজা কমিটির সহসভাপতি মণীন্দ্র কুমার নাথ। 

তথ্যমন্ত্রী বলেন, গত দুর্গাপূজার সময় যখন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, বিভিন্ন পূজামণ্ডপে ও হিন্দু সম্প্রদায়ের সম্পত্তিতে হামলা চালানো হয়, আমাদের দলের নেতা-কর্মীরা তখন আপনাদের পাশে ছিলেন। 

সভাপতির বক্তব্যে জে এল ভৌমিক অভিযোগ করে বলেন, বলা হয় আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল। অথচ যত জায়গায় আমরা হামলার শিকার হয়েছি সেখানে ঘটনার সময় কিংবা ঘটনার পরেও কোনো আওয়ামী লীগ নেতা আসেননি। আমরা যাওয়ার পর তাঁরা এসে দুঃখ প্রকাশ করেন। ততক্ষণে যা ক্ষতি হওয়ার সব হয়ে যায়। বিষয়টা এমন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন আস্তে আস্তে এ দেশ থেকে চলে যান। 

বীরেন শিকদার বলেন, এ দেশে যখন নির্বাচন আসে তখনই হিন্দু সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েন। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এখনো একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারিনি। বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়ে কোনো নির্বাচন এখানে হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত