Ajker Patrika

বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৪: ৩৯
বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় টানা বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৫০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

নিহতদের স্বজন শরিফ আহমেদ জানান, এমারত হোসেনের বাড়িতে একটি আধাপাকা টিনশেড ঘর ও পুরোনো মাটির ঘর ছিল। ওই টিনশেড ঘরে এমারতের ছেলে তাঁর পরিবার নিয়ে থাকতেন। আর মাটির ঘরে এমারত হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে শব্দ পেয়ে এমারতের ছেলের ঘুম ভাঙে। বাড়িতে চোর এসেছে মনে করে গরুর গোয়ালঘর দেখে কিছু না পেয়ে আবার ঘুমিয়ে পড়েন। সকাল ৮টায় ঘুম থেকে উঠে দেখেন মাটির ঘরের পেছনের অংশ ধসে পড়েছে। সেখানে চাপা পড়া মা-বাবা। 

ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, টানা বর্ষণের কারণে ঘরের দেয়াল নরম হয়ে যাওয়ায় দেয়ালের ভেতরের দিকে ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে।

সরকারিভাবে মরদেহ দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা সাহায্য দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত