Ajker Patrika

গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৫: ১৫
গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পাঁচ দিন আগে নিখোঁজ হয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। 

গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সিমলাপাড়া গ্রামের নাক্কুরচালা এলাকার একটি গভীর গজারি বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তির নাম আব্দুল বারেক (৭৫)। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, নিহত ব্যক্তি পারিবারিক কলহের কারণে গত পাঁচ দিন আগে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ গজারি বনের ভেতরে অজ্ঞাত মরদেহ সন্ধানের খবর পেয়ে নিহতের ছেলে এসে মরদেহ শনাক্ত করেন। 

নিহতের ছেলে মো. রফিকুল ইসলাম বলেন, ‘পাঁচ দিন ধরে বাবা নিখোঁজ ছিলেন। আজ মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করি। বাবার মরদেহের পাশে কীটনাশকের বোতল পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, বাবা অভিমানে কীটনাশক পান করেছেন।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় জঙ্গলের ভেতর পাওয়া গেছে। পাশেই পড়ে ছিল কীটনাশকের খালি বোতল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে কীটনাশকজাতীয় কিছু পান করে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত