নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এলাকাবাসীর আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস আর পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের আপত্তি সত্ত্বেও তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্দেশ্যে এই দেয়াল তুলেছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেয়াল নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছিল পুলিশ।
আজ বৃহস্পতিবার সরেজমিন তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠটির পূর্ব পাশে পুরো সীমানায় চার ফুট উচ্চতায় দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। এ সময় মাঠের আশপাশে আন্দোলনকারীদের কোনো উপস্থিতি না থাকলেও মাঠের মাঝে চেয়ার পেতে জনা বিশেক পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছে, গতকাল রাতেই দেয়াল তোলার এই কাজ সম্পন্ন করা হয়।
মাঠে বসে থাকা পুলিশের কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনার আলোকেই এই দেয়াল তোলার কাজটি রাতের মধ্যে শেষ করা হয়েছে।’
এ সময় এসআই জানান, আজকে তাঁরা রুটিন দায়িত্ব হিসেবেই মাঠে অবস্থান করছেন।
মাঠ রক্ষার আন্দোলনের সমন্বয়ক আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গতকাল মাঠ ছেড়ে গিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই মাঠে দেয়াল তুলে দেওয়াটা খুব খারাপ কাজ হয়েছে।’
পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমরা আন্দোলনকারী সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এই মাঠ রক্ষার জন্য আমাদের যে আন্দোলন আছে, তা অব্যাহত থাকবে।’
এলাকাবাসীর আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস আর পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের আপত্তি সত্ত্বেও তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্দেশ্যে এই দেয়াল তুলেছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেয়াল নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছিল পুলিশ।
আজ বৃহস্পতিবার সরেজমিন তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠটির পূর্ব পাশে পুরো সীমানায় চার ফুট উচ্চতায় দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। এ সময় মাঠের আশপাশে আন্দোলনকারীদের কোনো উপস্থিতি না থাকলেও মাঠের মাঝে চেয়ার পেতে জনা বিশেক পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছে, গতকাল রাতেই দেয়াল তোলার এই কাজ সম্পন্ন করা হয়।
মাঠে বসে থাকা পুলিশের কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনার আলোকেই এই দেয়াল তোলার কাজটি রাতের মধ্যে শেষ করা হয়েছে।’
এ সময় এসআই জানান, আজকে তাঁরা রুটিন দায়িত্ব হিসেবেই মাঠে অবস্থান করছেন।
মাঠ রক্ষার আন্দোলনের সমন্বয়ক আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গতকাল মাঠ ছেড়ে গিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই মাঠে দেয়াল তুলে দেওয়াটা খুব খারাপ কাজ হয়েছে।’
পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমরা আন্দোলনকারী সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এই মাঠ রক্ষার জন্য আমাদের যে আন্দোলন আছে, তা অব্যাহত থাকবে।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২২ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৪ মিনিট আগে