Ajker Patrika

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আওয়ামীপন্থী, সাধারণ সম্পাদক বিএনপিপন্থী

কিশোরগঞ্জ প্রতিনিধি
মো. শহিদুল আলম ও মো. আমিনুল ইসলাম রতন। ছবি: সংগৃহীত
মো. শহিদুল আলম ও মো. আমিনুল ইসলাম রতন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে তৃতীয়বারের মতো মো. সহিদুল আলম শহীদ সভাপতি এবং বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১২টার দিকে ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে মো. শহিদুল আলম ৪২১ ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাল উদ্দিন পান মাত্র ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম রতন ২৯১ ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ শহীদুল ইসলাম হুমায়ুন পান ১৩৪ ভোট।

নির্বাচনে মোট ৬০৬ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী এস এম মাহবুবুর রহমান। ২০২৫-২৬ মেয়াদের এই নির্বাচনে এবার ১৪টি পদের জন্য ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন বিজয়ী হয়েছেন, বিএনপি থেকে বিজয়ী হয়েছেন ৯ জন প্রার্থী।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি আব্দুর রাশিদ ভূঞা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে কফিল উদ্দিন, মো. সারোয়ার জাহান সানি ও মো. সোহাগ মিয়া।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি মো. মানিক, সহসাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, শাহিনুর কলি, লাইব্রেরি সম্পাদক মো. আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক এ এম ছাজ্জাদুল হক, অডিটর আবু বাক্কার সিদ্দিক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে মো. আবু তাহের হারুন ও মোহাম্মদ আহসানুজ্জামান নাসির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত