Ajker Patrika

সোনারগাঁয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

প্রতিনিধি
সোনারগাঁয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই কিরণ মিয়া (৩০) নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার গুদারাঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার জামপুর ইউনিয়নের গুদারাগাট গ্রামের শাহ জামালের ছেলে কিরণ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। বিভিন্ন সময়ে মাদকাসক্ত হয়ে তাঁর বাবা মাকে মারধর করে আহত করে। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ওই পরিবার। মাদকাসক্ত কিরণের অত্যাচার সহ্য করতে না পেরে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। আজ কিরণ তাঁর বাবা-মাকে মাদকের টাকার জন্য অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর করতে থাকে। মারধরে তাঁর মায়ের হাত ভেঙে যায়। একপর্যায়ে কিরণ তাঁর বাবাকে ছুরি নিয়ে মারধর করতে গেলে তাঁর ভাই মেহেদী হাসান বাবাকে বাঁচাতে এগিয়ে আসে। এসময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে কিরণের পেটে ছুরি ঢুকে যায়। ফলে তাঁর দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

আহত অবস্থায় কিরণকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করে। ঢামেকে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার পর থেকে ওই বাড়ির লোকজন পলাতক রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কিরণ মাদক সক্ত। তাঁর অত্যাচারে ওই পরিবার অতিষ্ঠ। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য তার বাবা মা ও ভাইদের মারধর করত।

সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত কিরণ মাদকাসক্ত ও বিকৃত মস্তিষ্কের ছিল। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য মা বাবাকে মারধর করত। মাদকের টাকার জন্য ছুরি নিয়ে মারধর করতে গেলে ভাইদের সঙ্গে ধস্তাধস্তিতে ছুরিকাঘাতে আহত হয়। পরে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত