Ajker Patrika

রাজধানীতে মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, চাচাতো ভাইবোন নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ৩০ জুন ২০২৩, ১৩: ৩০
রাজধানীতে মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, চাচাতো ভাইবোন নিহত

রাজধানীর কুর্মিটোলায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ আরোহী দুই চাচাতো ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুও আহত হয়েছে। ঘটনার পরপরই চালকসহ গাড়িটিকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- মোটরসাইকেলচালক শামীম (৩৫) ও জান্নাত (১৮)। আহত শিশু সাদিয়া (৮) তাদের ভাগ্নি। তাঁদের বাড়ি বরগুনার বেতাগি উপজেলায়, থাকতেন কুড়িল বিশ্বরোড এলাকায়। জান্নাত কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেটকারটি মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনজনই পড়ে গিয়ে আহত হন। তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। এরপর শামীমেরও মৃত্যু হয়।

নিহত জান্নাতের বাবা বাহাউদ্দিন হাসপাতালে সাংবাদিকদের জানান, গত রাতে তার ভাতিজা শামীম মাটিকাটা থেকে তাঁদের কুড়িল বিশ্বরোডের বাসায় বেড়াতে আসেন। পরে শামীম তাঁর ভাগনি সাদিয়া (৮) ও চাচাতো বোন জান্নাতকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে মাটিকাটার বাসায় ফিরছিলেন। তাঁদের সঙ্গে আরেকটি মোটরসাইকেলে ছিলেন সাদিয়ার মা-বাবা ও দুই ভাই। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে শামীমের মোটরসাইকেলকে পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়।

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এর চালককে। আহত শিশুর অবস্থাও গুরুতর। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস

কবরস্থানে রেখে যাওয়া নবজাতক হঠাৎ নড়ে উঠল, হাসপাতালে ভর্তি

১২ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি থাকবে কত দিন—জানাল আবহাওয়া অফিস

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, স্ক্রিনশট দিয়ে ব্যানার কলেজ গেটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত