Ajker Patrika

কামরাঙ্গীরচরে অটোরিকশার চার্জার বিস্ফোরণে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২১, ১১: ১৩
কামরাঙ্গীরচরে অটোরিকশার চার্জার বিস্ফোরণে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকার একটি বাসায় অটোরিকশার চার্জার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহবধূ ইয়াসমিন আক্তার ময়না (৩৫) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। এ ঘটনায় একই পরিবারের মোট ৫ জন দগ্ধ হয়। 

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ময়নার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন। 

ডা. আইয়ুব হোসেন বলেন, সন্ধ্যার দিকে ময়নার মৃত্যু হয়। তাঁর শরীরের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁর স্বামী ও দুই মেয়ে এখনো হাসপাতালে ভর্তি আছে। তাঁদের অবস্থাও শঙ্কামুক্ত নয়। রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছিলেন ইজিবাইকচালক আব্দুল মতিন (৪০), তাঁর স্ত্রী গৃহিণী ইয়াসমিন আক্তার ময়না (৩৫), দুই মেয়ে আয়শা (৬) ও মায়শা (১০) এবং ময়নার ভাগিনা আবুল খায়ের রায়হান (২৫)। 

দগ্ধ রায়হান জানান, তিনি একটি প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে চাকরি করেন। ওই বাসায় তাঁর মা থাকলেও তিনি এখানে থাকেন না। গত রাতেই তিনি মায়ের কাছে গিয়েছিলেন। রাতে মতিনের পরিবার একটি রুমে ও পাশের রুমে ছিলেন তিনি। ভোরে যখন তাঁরা সবাই ঘুমিয়ে ছিলেন, তখন বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তেই ঘুম ভেঙে গেলে চারদিকে আগুন দেখতে পান তিনি। বিস্ফোরণে রুমের দরজাও ভেঙে গেছে। পরে তাঁরা দৌড়ে বাসার বাইরে চলে যান। তবে এর আগেই তাঁদের শরীর পুড়ে যায়। তিনি বলেন, মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করতেন। সেই চার্জার থেকেই ভোরে বিস্ফোরণে এই দগ্ধের ঘটনা ঘটেছে। 

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মতিনের শ্যালক মো. মাসুম জানান, খবর পেয়ে ভোরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়হান ছাড়া বাকি চারজনের অবস্থাই গুরুতর। বড় মেয়েটি একটি মাদ্রাসায় পড়ত। তাঁদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর গ্রামে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত