উত্তরা (ঢাকা) প্রতিনিধি
সাভারের ধামরাইয়ের ডেকোরেশন ব্যবসায়ী রাজা মিয়া। এক বছর আগে তিনি মারা যাওয়ার দোকানটি দেখভাল করতেন তাঁরই মেয়ের জামাই মো. রবিন। কিন্তু ব্যবসায় কোনো উন্নতি না হওয়ার কারণে সেটি দুই মাস আগে বিক্রি করে দেন তাঁর শাশুড়ি মোছা. নার্গিস (৩৭)। এর জেরে বালিশচাপা দিয়ে শাশুড়ি নার্গিস (৩৭), বড় শ্যালক মো. শামীম (১৬) ও ছোট শ্যালক মো. সোলাইমানকে (৬) শ্বাসরোধে হত্যা করেন রবিন।
আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর উত্তরার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজিত এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. কুদরত-ই-খুদা।
এর আগে, ধামরাইয়ের রক্ষিত গ্রামের নিজ ঘরে ১ জুন দিবাগত রাতে খুন হন নার্গিস ও তাঁর দুই সন্তান। পরবর্তীকালে বুধবার (৪ জুন) সন্ধ্যায় ধামরাইয়ের মধুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করে পিবিআই।
গ্রেপ্তার হওয়া রবিন সাভারের ধামরাইয়ের কাউলীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে এসপি কুদরত-ই-খুদা বলেন, ‘হত্যাকাণ্ডের আগের দিন রবিন তাঁর স্ত্রী নাসরিনসহ নিয়ে শ্বশুরবাড়িতে ছিলেন। ওই দিন রাত ৮টার দিকে রবিন তাঁর স্ত্রীকে নিয়ে তাঁদের বাসায় চলে যান। ধারণা করা হচ্ছে, বাসায় যাওয়ার আগে রবিন তাঁর শাশুড়ি ও দুই শ্যালকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা নেশাজাতীয় কিছু খাইয়ে চলে যান।’
তিনি বলেন, ‘রবিন বাসায় যাওয়ার পর গভীর রাতে তাঁর স্ত্রী ঘুমিয়ে গেলে একাই শ্বশুরবাড়িতে ফিরে আসেন। তারপর একে একে করে বুকের ওপর দুই পা দিয়ে ধরে মুখে বালিশচাপা শাশুড়ি ও দুই শ্যালকে খুন করেন।’
এসপি কুদরত বলেন, ‘পরের দিন (২ জুন) নাসরিন তাঁর মাকে সকাল থেকে দুপুর পর্যন্ত ফোন দেন। কিন্তু কেউ ফোন রিসিভ না করায় সশরীরে বাসায় গিয়ে দেখতে পান, তাঁর মা ও দুই ভাইয়ের মৃত দেহ কাথা দিয়ে ঢাকা অবস্থায় ছিল।’
গ্রেপ্তার হওয়া রবিনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি কুদরত-ই-খুদা বলেন, ‘ঘটনার দিন গভীর রাতে রবিন শ্বশুরবাড়িতে গিয়ে টিনের বেড়ার দরজা খুলে ঘরে প্রবেশ করে। পরে তাঁর বড় শ্যালক শামীমকে খাটে শোয়া অবস্থায় দেখতে পায়। তারপর তার বিছানায় গিয়ে বুকের ওপর দুই পা দিয়ে চেপে ধরে মুখে বালিশচাপা দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। অতঃপর একইভাবে পাশের খাটে শুয়ে থাকা অবস্থায় শাশুড়ি ও ছোট শ্যালককে খুন করে।’
হত্যাকাণ্ডের সময় চিৎকারের বিষয়ে জানতে চাইলে পিবিআইর এসপি কুদরত আজকের পত্রিকাকে বলেন, ‘রবিন জিজ্ঞাসাবাদে চিৎকারের কথা জানিয়েছে। সে বলেছে, মুখে বালিশচাপা দেওয়ার কারণে চিৎকার চেঁচামেচি করলেও তার আওয়াজ কেউ শুনতে পায়নি।’
হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে জানতে চাইলে এসপি কুদরত-ই-খুদা বলেন, ‘বিয়ের পর থেকে রবিন ঘরজামাইয়ের মতো করে থাকত। রবিনের শ্বশুর মারা যাওয়ার পর থেকে রবিনই তার ডেকোরেশনের ব্যবসা দেখভাল করত। আর ব্যবসার টাকা দিয়ে নেশা করত আর জুয়া খেলত। এদিকে তার শাশুড়ি ব্যবসার কোনো লাভ না দেখে দোকানটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার জামাইয়ের সেখানে আপত্তি ছিল। তবুও শাশুড়ি ১ লাখ ৭০ হাজার টাকায় দোকান বিক্রি করে দেয়। সেই টাকা থেকে ১৫ হাজার টাকা দিয়ে মেয়েকে সেলাই মেশিন কিনে দেয়। আর জামাইকে ২০ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনে দেয়। বাকি টাকা ঘরে ছিল। দুটি বিষয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি হতে পারে। একটি টাকার লোভ, অন্যটি ক্ষোভ।’
কুদরত-ই-খুদা বলেন, ‘রবিন অভিযোগ করে বলে, আমার বড় শ্যালক আমাকে খুব অসম্মান করত। আমাকে মিনিমাম সম্মান করত না, দেখতে পারত না।’ বড় ছেলের হয়তো ধারণা ছিল, ডেকোরেশনের ব্যবসাটি সে চালাবে। কিন্তু তার মা দিছে বোনজামাইকে।’
গ্রেপ্তার হওয়া আসামির প্রসঙ্গে জানতে চাইলে পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারের পর আজ তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। সে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে।’
সাভারের ধামরাইয়ের ডেকোরেশন ব্যবসায়ী রাজা মিয়া। এক বছর আগে তিনি মারা যাওয়ার দোকানটি দেখভাল করতেন তাঁরই মেয়ের জামাই মো. রবিন। কিন্তু ব্যবসায় কোনো উন্নতি না হওয়ার কারণে সেটি দুই মাস আগে বিক্রি করে দেন তাঁর শাশুড়ি মোছা. নার্গিস (৩৭)। এর জেরে বালিশচাপা দিয়ে শাশুড়ি নার্গিস (৩৭), বড় শ্যালক মো. শামীম (১৬) ও ছোট শ্যালক মো. সোলাইমানকে (৬) শ্বাসরোধে হত্যা করেন রবিন।
আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর উত্তরার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজিত এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. কুদরত-ই-খুদা।
এর আগে, ধামরাইয়ের রক্ষিত গ্রামের নিজ ঘরে ১ জুন দিবাগত রাতে খুন হন নার্গিস ও তাঁর দুই সন্তান। পরবর্তীকালে বুধবার (৪ জুন) সন্ধ্যায় ধামরাইয়ের মধুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করে পিবিআই।
গ্রেপ্তার হওয়া রবিন সাভারের ধামরাইয়ের কাউলীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে এসপি কুদরত-ই-খুদা বলেন, ‘হত্যাকাণ্ডের আগের দিন রবিন তাঁর স্ত্রী নাসরিনসহ নিয়ে শ্বশুরবাড়িতে ছিলেন। ওই দিন রাত ৮টার দিকে রবিন তাঁর স্ত্রীকে নিয়ে তাঁদের বাসায় চলে যান। ধারণা করা হচ্ছে, বাসায় যাওয়ার আগে রবিন তাঁর শাশুড়ি ও দুই শ্যালকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা নেশাজাতীয় কিছু খাইয়ে চলে যান।’
তিনি বলেন, ‘রবিন বাসায় যাওয়ার পর গভীর রাতে তাঁর স্ত্রী ঘুমিয়ে গেলে একাই শ্বশুরবাড়িতে ফিরে আসেন। তারপর একে একে করে বুকের ওপর দুই পা দিয়ে ধরে মুখে বালিশচাপা শাশুড়ি ও দুই শ্যালকে খুন করেন।’
এসপি কুদরত বলেন, ‘পরের দিন (২ জুন) নাসরিন তাঁর মাকে সকাল থেকে দুপুর পর্যন্ত ফোন দেন। কিন্তু কেউ ফোন রিসিভ না করায় সশরীরে বাসায় গিয়ে দেখতে পান, তাঁর মা ও দুই ভাইয়ের মৃত দেহ কাথা দিয়ে ঢাকা অবস্থায় ছিল।’
গ্রেপ্তার হওয়া রবিনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি কুদরত-ই-খুদা বলেন, ‘ঘটনার দিন গভীর রাতে রবিন শ্বশুরবাড়িতে গিয়ে টিনের বেড়ার দরজা খুলে ঘরে প্রবেশ করে। পরে তাঁর বড় শ্যালক শামীমকে খাটে শোয়া অবস্থায় দেখতে পায়। তারপর তার বিছানায় গিয়ে বুকের ওপর দুই পা দিয়ে চেপে ধরে মুখে বালিশচাপা দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। অতঃপর একইভাবে পাশের খাটে শুয়ে থাকা অবস্থায় শাশুড়ি ও ছোট শ্যালককে খুন করে।’
হত্যাকাণ্ডের সময় চিৎকারের বিষয়ে জানতে চাইলে পিবিআইর এসপি কুদরত আজকের পত্রিকাকে বলেন, ‘রবিন জিজ্ঞাসাবাদে চিৎকারের কথা জানিয়েছে। সে বলেছে, মুখে বালিশচাপা দেওয়ার কারণে চিৎকার চেঁচামেচি করলেও তার আওয়াজ কেউ শুনতে পায়নি।’
হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে জানতে চাইলে এসপি কুদরত-ই-খুদা বলেন, ‘বিয়ের পর থেকে রবিন ঘরজামাইয়ের মতো করে থাকত। রবিনের শ্বশুর মারা যাওয়ার পর থেকে রবিনই তার ডেকোরেশনের ব্যবসা দেখভাল করত। আর ব্যবসার টাকা দিয়ে নেশা করত আর জুয়া খেলত। এদিকে তার শাশুড়ি ব্যবসার কোনো লাভ না দেখে দোকানটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার জামাইয়ের সেখানে আপত্তি ছিল। তবুও শাশুড়ি ১ লাখ ৭০ হাজার টাকায় দোকান বিক্রি করে দেয়। সেই টাকা থেকে ১৫ হাজার টাকা দিয়ে মেয়েকে সেলাই মেশিন কিনে দেয়। আর জামাইকে ২০ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনে দেয়। বাকি টাকা ঘরে ছিল। দুটি বিষয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি হতে পারে। একটি টাকার লোভ, অন্যটি ক্ষোভ।’
কুদরত-ই-খুদা বলেন, ‘রবিন অভিযোগ করে বলে, আমার বড় শ্যালক আমাকে খুব অসম্মান করত। আমাকে মিনিমাম সম্মান করত না, দেখতে পারত না।’ বড় ছেলের হয়তো ধারণা ছিল, ডেকোরেশনের ব্যবসাটি সে চালাবে। কিন্তু তার মা দিছে বোনজামাইকে।’
গ্রেপ্তার হওয়া আসামির প্রসঙ্গে জানতে চাইলে পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারের পর আজ তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। সে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে