Ajker Patrika

সিরাজদীখানে সরকারি খালের মাটি কেটে বাড়িতে নেওয়ার অভিযোগ

প্রতিনিধি
সিরাজদীখানে সরকারি খালের মাটি কেটে বাড়িতে নেওয়ার অভিযোগ

সিরাজদীখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের প্রবাহমান সরকারি খালের মাটি কেটে বাড়িতে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী বিএনপি নেতা শমসের আলম ভূইয়ার বিরুদ্ধে। এতে প্রবাহমান খালের দুই ধারে মাটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলি এলাকার প্রবাহমান সরকারি খালের মাটি কাটা হয়েছে। তার কিছু মাটি শমসের আলম ভূইয়ার বাড়িতে ও কিছু মাটি একটি ব্রীজের সংযোগ স্থানে দেওয়া হয়েছে।

এলাকাবাসী বলেন, শমসের আলম ভূইয়া সরকারি খালের মাটি তার নিজ বাড়িতে ৫জন দিনমজুর দিয়ে নিয়ে যাচ্ছিল। তাদের একাজে বাধা প্রদান করলে সে কয়েক ওড়া মাটি সরকারি রাস্তার ব্রিজের গোড়ায় ফেলে দেয়। সাংবাদিক ডাকার কথা বললে সে মাটি কাটা বন্ধ করে দেয় ও বাড়ি থেকে মটর ছেড়ে পাইপ দিয়ে পানি গর্তে দিয়ে গর্ত ভড়াট করে। এই সরকারি খালটি গভীর করে কাটলে একদিকে সরকারি রাস্তা ও অন্যদিকে ফসলি জমি ভেঙ্গে পরার সম্ভাবনা আছে।

শমসের আলম ভূইয়ার বলেন, আমি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েই মাটি কাটছি। আমি ব্রিজের গোড়ায় ও রাস্তায় মাটি ফেলেছি এবং ফুল গাছ লাগানোর জন্য কয়েক ওড়া মাটি বাড়িতে এনেছি।

জৈনসার ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোয়াজ্জেম ঢালী বলেন, এলাকার লোক চলাচলের অসুবিধা হয় তাদের অনুরোধে খাল থেকে মাটি নিয়ে ব্রিজের গোড়ায় ফেলেছে। তার বাড়িতে নেওয়ার ব্যাপারে আমি কিছু যানি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত