Ajker Patrika

পাওনা ৫০০ টাকা চাওয়ায় বন্ধুকে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২: ০৭
হাসপাতালে গৌতম বসুর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে গৌতম বসুর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে পাওনা টাকার জন্য এক দোকান কর্মচারীকে তাঁর বন্ধু কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরানবাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।

নিহত গৌতম বসু (২৮) সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। তিনি পুরানবাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করতেন।

অভিযুক্ত তপন (৩০) ফলের দোকানের কর্মচারী। তিনি ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে তপন তাঁর বন্ধু গৌতমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। আজ সকালে টাকা ফেরত চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তপন। পরে বিকেলে দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করেন তপন। গুরুতর অবস্থায় গৌতমকে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌতমের বড় ভাই মঙ্গল বসু বলেন, ‘মাত্র ৫০০ টাকার জন্য আমার ভাইকে প্রাণ দিতে হবে বুঝতে পারিনি। আমি এ ঘটনায় জড়িত তপনের বিচার চাই। পাশাপাশি তপনকে যারা উসকানি দিয়েছে, তাদেরও বিচার চাই।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অখিল সরকার বলেন, ‘গৌতম নামে এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নিহতের গলায় ধারালো আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণেই এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত তপন। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত