Ajker Patrika

টাকা দিয়ে এসএসসি পরীক্ষায় বসছে টেস্টে ফেল ২২৩ শিক্ষার্থী

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
টাকা দিয়ে এসএসসি পরীক্ষায় বসছে টেস্টে ফেল ২২৩ শিক্ষার্থী

মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় মাত্র ২০ জন উত্তীর্ণ হলেও এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৪৩ জন। অভিযোগ উঠেছে ১ হাজার টাকা করে নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সুযোগ দেওয়া হচ্ছে অকৃতকার্য ২২৩ শিক্ষার্থীকে। পাশাপাশি অতিরিক্ত ক্লাস করানোর কথা বলে শিক্ষকদের বেতন বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে ২ হাজার টাকা। তাদের মধ্যে কেউ কেউ সাত বিষয়ে অকৃতকার্য।

এ ঘটনা ঘটেছে উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নজরুল ইসলাম। উপজেলা প্রশাসন বলছে, এভাবে টাকা নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মো. ইসরাফিল বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তবে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আপনি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন।’

অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি স্বীকার করে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নজরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার মান ধরে রাখার জন্য কোচিং ফি বাবদ পরীক্ষার্থী বাবদ ২ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া জামানত হিসেবে বিভিন্ন বিষয়ে অকৃতকার্যদের কাছ থেকে বিভিন্ন হারে টাকা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমেনা পারভীন বলেন, ‘কোচিং ফি বাবদ ও অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। টাকা নেওয়ার বিষয়টিও আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত