Ajker Patrika

গরু চোর ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
গরু চোর ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

টাঙ্গাইলের সখীপুরের কাঁকড়াজান ইউনিয়নে গরুসহ চোর ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ইউপি চেয়ারম্যান। আজ রোববার সকালে উপজেলার তৈলধারা বাজারে নবনির্বাচিত ইউপি সদস্য ও স্থানীয়দের সঙ্গে এক সচেতনতামূলক সভায় এই ঘোষণা দেন নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল হোসেন। 

দুলাল হোসেন বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাঁকড়াজান ইউনিয়নকে চুরি, ডাকাতি, ঘুষ, জুয়া ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। চুরি ও ডাকাতি প্রতিরোধে ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে লাইটের ব্যবস্থা ও ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নটিতে কয়েক বছর ধরে গরু চুরির প্রবণতা বেড়েছে। তাই গরুসহ চোর হাতেনাতে ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

এ সভায় সখীপুর থানার কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্যসহ স্থানীয় দুই শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, ‘কাঁকড়াজান ইউনিয়নে তুলনামূলকভাবে অপরাধ প্রবণতা বেশি। তাই যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। স্থানীয়রাও নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকবেন। প্রয়োজনে পুলিশকে জানাবেন। পুলিশ সব সময় জনগণের সেবায় নিয়োজিত রয়েছে।’

সভায় স্থানীয় বাসিন্দা আবু বকর মিয়ার সভাপতিত্বে প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, মোজাম্মেল হক, মিন্টু মাস্টার, রুহুল আমিন, কামরুল হাসান, মঞ্জুর মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত