Ajker Patrika

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৫, ১৯: ১৩
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করা হয়। এতে উত্তরার আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে ছাত্র–জনতার ওপর গুলি করে হত্যা করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনএস সেন্টার ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে কর্তব্যরত একাধিক পুলিশ কর্মকর্তা আজকে পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন। তবে আন্দোলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত