Ajker Patrika

বিমানবন্দর এলাকা থেকে কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১৪: ২০
বিমানবন্দর এলাকা থেকে কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ১ কোটি ১২ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। বিমানবন্দর রেলস্টেশন-সংলগ্ন এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নূর আবছার (২৭) ও নূর মোহাম্মদ সাকিব (২৩)। নূর আবছার কক্সবাজারের আব্দুর করিমের ছেলে এবং মোহাম্মদ সাকিব চট্টগ্রামের শুয়াইবের ছেলে। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ৩৭ হাজার ৩৫০ পিস ইয়াবা বড়ি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

এ বিষয়ে র‍্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় বিমানবন্দর রেলস্টেশন-সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থাকা ৩৭ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব ইয়াবার মূল্য ১ কোটি ১২ লাখ ৫ হাজার টাকা। 

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নোমান বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজধানীর মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। এর আগে তারা ৮-১০টি ইয়াবার চালান বিভিন্ন উপায়ে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাসমূহে সরবরাহ করেছে। তারা মাদক ব্যবসার আড়ালে শ্রমজীবীর বেশ ধরে থাকত। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধার শোধ না করায় অতিরিক্ত এসপিকে তিরস্কার

ট্রাম্প বরখাস্ত করেছেন শুনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বললেন, উনি করার কে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

শহীদ আবু সাঈদকে আমিই একুশ শতাব্দীর প্রথম ‘বীরশ্রেষ্ঠ’ বলেছিলাম—বিএনপির নোটিশের জবাবে ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত