ঢামেক প্রতিনিধি, ঢাকা
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আবারও এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে চিকিৎসক পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়। তাঁর নাম ডালিয়া (৩২)।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভবনের তৃতীয় তলায় আরমান নামের এক যুবককে আত্মীয় বানিয়ে চিকিৎসা দিতে নিয়ে এসে ধরা পড়েন ডালিয়া। পরে বার্ন ইউনিটের চিকিৎসকেরা তাঁকে আনসার সদস্যের কাছে সোপর্দ করেন।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান জানান, তাঁর বাসা কেরানীগঞ্জে। তিনি বলেন, ‘এক বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পাই। এরপর থেকেই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছিলাম ডা. সালমা আমানের কাছে। তখন থেকেই ডালিয়া আমাদের সঙ্গে ছিল। সে আমাদের দূর সম্পর্কের আত্মীয়। সে আমাদের কাছেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়েছে। কিন্তু আজ জানলাম সে ডাক্তার নয়।’
আরমান আরও বলেন, ‘আজ সকালে ফলোআপে আসি বার্ন ইউনিটে। সঙ্গে ছিলেন ডালিয়া। আমার ডাক্তার (সালমা আমান) চিকিৎসার বিষয়ে একটি ইংরেজি কথা বললে, জবাবে ডালিয়া ভুল বলেন। তখন তাঁকে ভুয়া ডাক্তার বলে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়।’
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘অ্যাপ্রোন পরা ও গলায় স্টেথেস্কোপসহ এক নারীকে আটক করা হয়েছে। তবে সে ডাক্তার পরিচয় দিলেও কোনো কথা বলতে রাজি হয়নি। তার কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তবে তার আচরণ দেখে মনে হয়েছে, সে প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।’
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। শাহবাগ থানার পুলিশ বিষয়টি তদন্ত করবে।’
এর আগে, গত ১৭ নভেম্বর হাসপাতালের নাক কান গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (২২) নামে এক তরুণীকে আটক করা হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আবারও এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে চিকিৎসক পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়। তাঁর নাম ডালিয়া (৩২)।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভবনের তৃতীয় তলায় আরমান নামের এক যুবককে আত্মীয় বানিয়ে চিকিৎসা দিতে নিয়ে এসে ধরা পড়েন ডালিয়া। পরে বার্ন ইউনিটের চিকিৎসকেরা তাঁকে আনসার সদস্যের কাছে সোপর্দ করেন।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান জানান, তাঁর বাসা কেরানীগঞ্জে। তিনি বলেন, ‘এক বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পাই। এরপর থেকেই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছিলাম ডা. সালমা আমানের কাছে। তখন থেকেই ডালিয়া আমাদের সঙ্গে ছিল। সে আমাদের দূর সম্পর্কের আত্মীয়। সে আমাদের কাছেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়েছে। কিন্তু আজ জানলাম সে ডাক্তার নয়।’
আরমান আরও বলেন, ‘আজ সকালে ফলোআপে আসি বার্ন ইউনিটে। সঙ্গে ছিলেন ডালিয়া। আমার ডাক্তার (সালমা আমান) চিকিৎসার বিষয়ে একটি ইংরেজি কথা বললে, জবাবে ডালিয়া ভুল বলেন। তখন তাঁকে ভুয়া ডাক্তার বলে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়।’
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘অ্যাপ্রোন পরা ও গলায় স্টেথেস্কোপসহ এক নারীকে আটক করা হয়েছে। তবে সে ডাক্তার পরিচয় দিলেও কোনো কথা বলতে রাজি হয়নি। তার কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তবে তার আচরণ দেখে মনে হয়েছে, সে প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।’
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। শাহবাগ থানার পুলিশ বিষয়টি তদন্ত করবে।’
এর আগে, গত ১৭ নভেম্বর হাসপাতালের নাক কান গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (২২) নামে এক তরুণীকে আটক করা হয়েছিল।
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। দুর্ঘটনার পর টানা কয়েক দিন বন্ধ ছিল এ ক্যাম্পাস। মাঝখানে কয়েক দিন ক্যাম্পাস খোলা থাকলেও হয়নি শ্রেণি কার্যক্রম।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগে