টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, মধুপুর কৃষিসমৃদ্ধ এলাকা। এই উপজেলায় প্রচলিত ধান, গম, ভুট্টার পাশাপাশি পেঁপে, শসা, ঢ্যাঁড়সসহ শতাধিক জাতের ফল, ফসল ও সবজি উৎপাদিত হয়। কৃষকেরা সবজি, ফল ও ফসলের বীজ বিভিন্ন বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে কিনে থাকেন। কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ বীজ সংগ্রহ করে উন্নত জাতের বীজের কোম্পানির মোড়কে প্যাকেটজাত করে বিক্রি করছে বলে অভিযোগ মিলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কৃষকদের সঙ্গে আয়েশা সিড কোম্পানির প্রতারণা ধরা পরে। কোম্পানিটি সাধারণ বীজ উন্নত ব্র্যান্ডের মোড়কে ভরে বিক্রি করছিল। কৃষকদের সঙ্গে প্রতারণার অপরাধে কোম্পানির মালিক মো. রমজান আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল, স্যানেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, মধুপুর কৃষিসমৃদ্ধ এলাকা। এই উপজেলায় প্রচলিত ধান, গম, ভুট্টার পাশাপাশি পেঁপে, শসা, ঢ্যাঁড়সসহ শতাধিক জাতের ফল, ফসল ও সবজি উৎপাদিত হয়। কৃষকেরা সবজি, ফল ও ফসলের বীজ বিভিন্ন বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে কিনে থাকেন। কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ বীজ সংগ্রহ করে উন্নত জাতের বীজের কোম্পানির মোড়কে প্যাকেটজাত করে বিক্রি করছে বলে অভিযোগ মিলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কৃষকদের সঙ্গে আয়েশা সিড কোম্পানির প্রতারণা ধরা পরে। কোম্পানিটি সাধারণ বীজ উন্নত ব্র্যান্ডের মোড়কে ভরে বিক্রি করছিল। কৃষকদের সঙ্গে প্রতারণার অপরাধে কোম্পানির মালিক মো. রমজান আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল, স্যানেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
২৪ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
৩০ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৩৯ মিনিট আগে