Ajker Patrika

মধুপুরে কৃষকের সঙ্গে প্রতারণা, বীজ কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি 
মধুপুরে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। ছবি: আজকের পত্রিকা
মধুপুরে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, মধুপুর কৃষিসমৃদ্ধ এলাকা। এই উপজেলায় প্রচলিত ধান, গম, ভুট্টার পাশাপাশি পেঁপে, শসা, ঢ্যাঁড়সসহ শতাধিক জাতের ফল, ফসল ও সবজি উৎপাদিত হয়। কৃষকেরা সবজি, ফল ও ফসলের বীজ বিভিন্ন বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে কিনে থাকেন। কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ বীজ সংগ্রহ করে উন্নত জাতের বীজের কোম্পানির মোড়কে প্যাকেটজাত করে বিক্রি করছে বলে অভিযোগ মিলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কৃষকদের সঙ্গে আয়েশা সিড কোম্পানির প্রতারণা ধরা পরে। কোম্পানিটি সাধারণ বীজ উন্নত ব্র্যান্ডের মোড়কে ভরে বিক্রি করছিল। কৃষকদের সঙ্গে প্রতারণার অপরাধে কোম্পানির মালিক মো. রমজান আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল, স্যানেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে খোলাচিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত