নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ তুলে সাংবাদিকদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনের ১৪ নম্বর কেন্দ্রে।
তবে এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে অন্যায় হয়েছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।
ঘটনার সম্পর্কে জানা যায়, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনে চারটি কেন্দ্র। বেলা পৌনে ১২টায় উত্তর পাশের দ্বিতীয় তলার পুরুষ কেন্দ্রে যান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সামছুর রহমান। তিনি বারান্দায় দাঁড়ানো অবস্থায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সঞ্জয় চন্দ্র বাইরে আসেন। তিনি বলেন, ‘সাংবাদিক মোবাইল নিয়ে কেন্দ্রে আসতে পারবেন না।’
সাংবাদিক মোবাইল নিয়ে কেন্দ্রে আসতে পারবেন না—এই বিষয়ে নির্বাচন কমিশনের লিখিত নির্দেশনা দেখাতে বলা হয় ওই প্রিসাইডিং অফিসারকে। এতে তিনি উত্তেজিত হয়ে যান।
পরে সাংবাদিককে নিয়ে প্রিসাইডিং অফিসার তাঁর কক্ষে যান। তিনি মোবাইল ফোনে এই বিষয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার মুনীর হোসাইন খানের সঙ্গে কথা বলেন। সামছুর রহমানের সঙ্গেও কথা বলেন রিটার্নিং অফিসার। তিনি বলেন, ‘সাংবাদিকদের কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে কোনো বাধা নেই। গোপন কক্ষ বাদে সব জায়গায় যেতে পারবেন।’
এ সময় প্রিসাইডিং অফিসারর কক্ষে উপস্থিত হন বাংলানিউজ ২৪. কমের স্টাফ করেসপনডেন্ট মিরাজ মাহবুব ইফতি, বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার জুবায়ের আহমেদ এবং বার্তা ২৪ এর স্টাফ করেসপনডেন্ট রাকিব হাসান। তাঁরা প্রিসাইডিং অফিসারকে বোঝানোর চেষ্টা করেন গণমাধ্যমকর্মীরা মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন। সে সময় আরও উত্তেজিত হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার।
তখন উপস্থিত সাংবাদিকেরা তাঁকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করলে প্রিসাইডিং অফিসার উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বের হন আপনারা কেন্দ্র থেকে। এই মুহূর্তে বের হন।’
এই বিষয়ে জানতে চাইলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সামছুর রহমান বলেন, ‘আমরা সবাই পেশাগত দায়িত্ব পালন করছিলাম। সে সময় এই প্রিসাইডিং অফিসার আমাদের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বলে চোটপাট শুরু করেন। তখন আমি রিটার্নিং অফিসার মুনীর হোসাইন খানের সঙ্গে ওই প্রিসাইডিং অফিসারের কথা বলিয়ে দিই। রিটার্নিং অফিসার তাঁকে গোপন কক্ষ বাদে সব জায়গায় মোবাইল ব্যবহার করা যাবে বলে জানান। তবুও এই প্রিসাইডিং অফিসার সাংবাদিকদের কেন্দ্র থেকে বের করে দেন।’
এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রিসাইডিং অফিসার সঞ্জয় চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, এটা একটা ভুল-বোঝাবুঝি হয়েছে ৷ উনি সাংবাদিক পরিচয় দিয়েছিলেন না।
সাংবাদিকদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার বিষয়টি জানানো হলে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, ‘সাংবাদিকেরা গোপন কক্ষ ছাড়া যে কোনো জায়গায় যেতে পারেন। এটি অন্যায় হয়েছে। রিটার্নিং অফিসারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।
এই বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের জানিয়েছেন, কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাননি। রিটার্নিং অফিসারর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেল বলেন, ‘নির্বাচন কাভারেজে ইসির নতুন নীতিমালার কারণে সাম্প্রতিক ভোটগুলোতে সাংবাদিকদের নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার বিষয়টি অভিযোগ আকারে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। আমাদের দাবি-বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে অবিলম্বে ইসির নতুন নীতিমালা সংশোধনেরও দাবি জানাই আমরা।’
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ তুলে সাংবাদিকদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনের ১৪ নম্বর কেন্দ্রে।
তবে এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে অন্যায় হয়েছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।
ঘটনার সম্পর্কে জানা যায়, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনে চারটি কেন্দ্র। বেলা পৌনে ১২টায় উত্তর পাশের দ্বিতীয় তলার পুরুষ কেন্দ্রে যান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সামছুর রহমান। তিনি বারান্দায় দাঁড়ানো অবস্থায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সঞ্জয় চন্দ্র বাইরে আসেন। তিনি বলেন, ‘সাংবাদিক মোবাইল নিয়ে কেন্দ্রে আসতে পারবেন না।’
সাংবাদিক মোবাইল নিয়ে কেন্দ্রে আসতে পারবেন না—এই বিষয়ে নির্বাচন কমিশনের লিখিত নির্দেশনা দেখাতে বলা হয় ওই প্রিসাইডিং অফিসারকে। এতে তিনি উত্তেজিত হয়ে যান।
পরে সাংবাদিককে নিয়ে প্রিসাইডিং অফিসার তাঁর কক্ষে যান। তিনি মোবাইল ফোনে এই বিষয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার মুনীর হোসাইন খানের সঙ্গে কথা বলেন। সামছুর রহমানের সঙ্গেও কথা বলেন রিটার্নিং অফিসার। তিনি বলেন, ‘সাংবাদিকদের কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে কোনো বাধা নেই। গোপন কক্ষ বাদে সব জায়গায় যেতে পারবেন।’
এ সময় প্রিসাইডিং অফিসারর কক্ষে উপস্থিত হন বাংলানিউজ ২৪. কমের স্টাফ করেসপনডেন্ট মিরাজ মাহবুব ইফতি, বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার জুবায়ের আহমেদ এবং বার্তা ২৪ এর স্টাফ করেসপনডেন্ট রাকিব হাসান। তাঁরা প্রিসাইডিং অফিসারকে বোঝানোর চেষ্টা করেন গণমাধ্যমকর্মীরা মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন। সে সময় আরও উত্তেজিত হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার।
তখন উপস্থিত সাংবাদিকেরা তাঁকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করলে প্রিসাইডিং অফিসার উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বের হন আপনারা কেন্দ্র থেকে। এই মুহূর্তে বের হন।’
এই বিষয়ে জানতে চাইলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সামছুর রহমান বলেন, ‘আমরা সবাই পেশাগত দায়িত্ব পালন করছিলাম। সে সময় এই প্রিসাইডিং অফিসার আমাদের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বলে চোটপাট শুরু করেন। তখন আমি রিটার্নিং অফিসার মুনীর হোসাইন খানের সঙ্গে ওই প্রিসাইডিং অফিসারের কথা বলিয়ে দিই। রিটার্নিং অফিসার তাঁকে গোপন কক্ষ বাদে সব জায়গায় মোবাইল ব্যবহার করা যাবে বলে জানান। তবুও এই প্রিসাইডিং অফিসার সাংবাদিকদের কেন্দ্র থেকে বের করে দেন।’
এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রিসাইডিং অফিসার সঞ্জয় চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, এটা একটা ভুল-বোঝাবুঝি হয়েছে ৷ উনি সাংবাদিক পরিচয় দিয়েছিলেন না।
সাংবাদিকদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার বিষয়টি জানানো হলে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, ‘সাংবাদিকেরা গোপন কক্ষ ছাড়া যে কোনো জায়গায় যেতে পারেন। এটি অন্যায় হয়েছে। রিটার্নিং অফিসারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।
এই বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের জানিয়েছেন, কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাননি। রিটার্নিং অফিসারর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেল বলেন, ‘নির্বাচন কাভারেজে ইসির নতুন নীতিমালার কারণে সাম্প্রতিক ভোটগুলোতে সাংবাদিকদের নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার বিষয়টি অভিযোগ আকারে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। আমাদের দাবি-বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে অবিলম্বে ইসির নতুন নীতিমালা সংশোধনেরও দাবি জানাই আমরা।’
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে