নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘এক বিএনপি নেতা বঙ্গবন্ধুকে অপমান করেছে। সে আবার এই এলাকা থেকে নির্বাচন করার কলিজাটা কোথায় পায়? কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা? আপনারা হাতে কি চুরি পড়েছেন?’
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় প্রয়াত নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সেলিম ওসমান। মূলত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন।
আরেক চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনের উদ্দেশে সেলিম ওসমান বলেন, ‘একজন রাজাকার পুত্র, জমি দখলকারীর পোস্টার কীভাবে এলাকায় থাকে? কীভাবে শত শত গাড়ি বের করে? মানুষ অবজেকশন দিলে উনি বলেন, সরি। এতেই নির্বাচন কমিশন ওনাকে ছেড়ে দেন। প্রশাসনের লোকজনকে বলব, ঘুমিয়ে গেলে হবে না, এগুলা দেখতে হবে।’
সেলিম ওসমান উপজেলা পরিষদ নির্বাচনে নিজের তিন প্রার্থীর নাম উল্লেখ করে বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান প্রার্থী রশীদ ভাইও একজন মুক্তিযোদ্ধা। নাসিম ওসমানের সহযোগী ছিল সানাউল্লাহ সানু (ভাইস চেয়ারম্যান প্রার্থী)। আমাদের শান্তা (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী) মেয়ের মতো। এই অনুষ্ঠানে চারজন ইউপি চেয়ারম্যান আছেন। ওনারা প্রতিজ্ঞা করে বলেছেন, এই চার ইউনিয়ন থেকে সমস্ত ভোট স্বাধীনতার পক্ষে যাবে।’
সেলিম ওসমানের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কোনো কথা কখনো বলিনি। এইটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চাপে ফেলার চেষ্টা করছে। এমপি সেলিম ওসমান আমার বড় ভাইয়ের মতো। ওনার কথার পাল্টা জবাবে কিছু বলব না। তবে এই ধরনের মন্তব্য আমার নির্বাচনে প্রভাব ফেলবে না।’
একই বিষয়ে আরেক চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘এক বিএনপি নেতা বঙ্গবন্ধুকে অপমান করেছে। সে আবার এই এলাকা থেকে নির্বাচন করার কলিজাটা কোথায় পায়? কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা? আপনারা হাতে কি চুরি পড়েছেন?’
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় প্রয়াত নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সেলিম ওসমান। মূলত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন।
আরেক চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনের উদ্দেশে সেলিম ওসমান বলেন, ‘একজন রাজাকার পুত্র, জমি দখলকারীর পোস্টার কীভাবে এলাকায় থাকে? কীভাবে শত শত গাড়ি বের করে? মানুষ অবজেকশন দিলে উনি বলেন, সরি। এতেই নির্বাচন কমিশন ওনাকে ছেড়ে দেন। প্রশাসনের লোকজনকে বলব, ঘুমিয়ে গেলে হবে না, এগুলা দেখতে হবে।’
সেলিম ওসমান উপজেলা পরিষদ নির্বাচনে নিজের তিন প্রার্থীর নাম উল্লেখ করে বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান প্রার্থী রশীদ ভাইও একজন মুক্তিযোদ্ধা। নাসিম ওসমানের সহযোগী ছিল সানাউল্লাহ সানু (ভাইস চেয়ারম্যান প্রার্থী)। আমাদের শান্তা (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী) মেয়ের মতো। এই অনুষ্ঠানে চারজন ইউপি চেয়ারম্যান আছেন। ওনারা প্রতিজ্ঞা করে বলেছেন, এই চার ইউনিয়ন থেকে সমস্ত ভোট স্বাধীনতার পক্ষে যাবে।’
সেলিম ওসমানের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কোনো কথা কখনো বলিনি। এইটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চাপে ফেলার চেষ্টা করছে। এমপি সেলিম ওসমান আমার বড় ভাইয়ের মতো। ওনার কথার পাল্টা জবাবে কিছু বলব না। তবে এই ধরনের মন্তব্য আমার নির্বাচনে প্রভাব ফেলবে না।’
একই বিষয়ে আরেক চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৭ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৪ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
১৯ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৩ মিনিট আগে