শরীয়তপুর প্রতিনিধি
আগের মতো যাত্রীর চাপ নেই মাঝিরঘাট ফেরিঘাটে। মাত্র এক দিনের ব্যবধানে পাল্টে গেছে পুরো চিত্র। ঘাট এলাকায় নেই যাত্রী, শোরগোল নেই চালক আর স্থানীয় ব্যবসায়ীদের। গত শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে খালি পড়ে রয়েছে ফেরিঘাটে থাকা একমাত্র ১ নম্বর পন্টুনটি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘাট থেকে সব শেষ ফেরি হিসেবে শিমুলিয়ায় ফিরে যায় ফেরি বেগম রোকেয়া। এর আগেই অপসারণ করা হয়েছে ঘাটে থাকা অপর পন্টুনটি। তবে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও স্বাভাবিক রয়েছে এই রুটের লঞ্চ পারাপার।
পদ্মা সেতুর কারণে ঘাটের এমন বদলে যাওয়া। শনিবার উদ্বোধনের পর রোববার সকাল থেকে পদ্মা সেতুতে চলছে যানবাহন। সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন পারাপার হচ্ছে পদ্মা সেতু দিয়ে। ফলে যানবাহন ও জনমানবশূন্য হয়ে পড়েছে মাঝিরঘাট ফেরিঘাট। রোববার সকাল থেকে ঘাটে আসেনি কোনো ফেরি। ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশেও ছেড়ে যায়নি।
তবে স্বাভাবিকের চেয়ে যাত্রী কিছুটা কম হলেও স্বাভাবিক আছে মাঝিরঘাট লঞ্চ পারাপার। ৩০ মিনিট পরপর এই ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে একটি করে লঞ্চ। প্রতিটি লঞ্চেই যাত্রীদের উপস্থিতি চোখে পড়েছে। তবে তা অন্য সময়ের চেয়ে কম।
ফেরিঘাট যানবাহনশূন্য থাকায় দোকানপাটও বন্ধ। দুই-একটি দোকান খুললেও বেচাবিক্রি ছিল না বললেই চলে। ইতিমধ্যে ঘাটে থাকা অনেক চা-দোকানি তাঁদের দোকান অন্যত্র সরিয়ে নিয়েছেন।
মাঝিরঘাট ফেরিঘাটের ১ নম্বর ঘাটের পাশে থাকা চা-দোকানি ইসমাইল মাঝি বলেন, ‘গত দুই দিন ফেরি বন্ধ। এইহানে কোনো গাড়ি আহে না। মানুষের আহা-যাওয়া নাই। বেচাবিক্রি একবারে শ্যাষ হইয়া গেছে। আইজ দুফারে দোকান পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় সরাইয়া নিছি। ওইহানে অনেক মানুষ বেড়াতে আহে। তাই বেচাবিক্রি ভালো হইব।’
শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার জন্য মাঝিরঘাটে আসা যাত্রী ননী গোপাল দে বলেন, ‘শরীয়তপুর থেকে ডাইরেক্ট বাসে সিট পাই নাই। তাই বাধ্য হয়ে সিটিং গাড়িতে মাঝিরঘাট এসেছি। লঞ্চে পদ্মা পার হয়ে অন্য বাসে ঢাকা যাব। নিয়মিত বাস চলাচল করলে আমাদের ভোগান্তি থাকত না।’
রোববার দীর্ঘ চার ঘণ্টা মাঝিরঘাট ফেরিঘাটে অপেক্ষা করেও কোনো যাত্রী বা যানবাহনের দেখা মেলেনি। মাঝিরঘাট এলাকার বাসিন্দা নেছার মাদবর বলেন, ‘মানুষ সব পদ্মা সেতু দিয়া পার হইতাছে। আমাগো এইহান দিয়া কেউ আহে না। ফেরিঘাটে ফেরি না থাকায় পন্টুনের ওপর লঞ্চ থামাইয়া যাত্রী ওঠানামা করতাছে।’
মাঝিরঘাট ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, ‘ঘাটে যানবাহন না থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই রুটে চলাচলকারী সকল ফেরি শিমুলিয়া ঘাটে নোঙর করে রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে যানবাহন পারাপারের জন্য ফেরি ঘাট প্রস্তুত আছে। ঘাটে যানবাহন আসলে ফেরি চলাচল করবে।’
মাঝিরঘাট শিমুলিয়া নৌপথের ৭টি ফেরিতে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার যানবাহন পারাপার হতো। শুক্রবার সন্ধ্যা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আগের মতো যাত্রীর চাপ নেই মাঝিরঘাট ফেরিঘাটে। মাত্র এক দিনের ব্যবধানে পাল্টে গেছে পুরো চিত্র। ঘাট এলাকায় নেই যাত্রী, শোরগোল নেই চালক আর স্থানীয় ব্যবসায়ীদের। গত শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে খালি পড়ে রয়েছে ফেরিঘাটে থাকা একমাত্র ১ নম্বর পন্টুনটি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘাট থেকে সব শেষ ফেরি হিসেবে শিমুলিয়ায় ফিরে যায় ফেরি বেগম রোকেয়া। এর আগেই অপসারণ করা হয়েছে ঘাটে থাকা অপর পন্টুনটি। তবে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও স্বাভাবিক রয়েছে এই রুটের লঞ্চ পারাপার।
পদ্মা সেতুর কারণে ঘাটের এমন বদলে যাওয়া। শনিবার উদ্বোধনের পর রোববার সকাল থেকে পদ্মা সেতুতে চলছে যানবাহন। সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন পারাপার হচ্ছে পদ্মা সেতু দিয়ে। ফলে যানবাহন ও জনমানবশূন্য হয়ে পড়েছে মাঝিরঘাট ফেরিঘাট। রোববার সকাল থেকে ঘাটে আসেনি কোনো ফেরি। ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশেও ছেড়ে যায়নি।
তবে স্বাভাবিকের চেয়ে যাত্রী কিছুটা কম হলেও স্বাভাবিক আছে মাঝিরঘাট লঞ্চ পারাপার। ৩০ মিনিট পরপর এই ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে একটি করে লঞ্চ। প্রতিটি লঞ্চেই যাত্রীদের উপস্থিতি চোখে পড়েছে। তবে তা অন্য সময়ের চেয়ে কম।
ফেরিঘাট যানবাহনশূন্য থাকায় দোকানপাটও বন্ধ। দুই-একটি দোকান খুললেও বেচাবিক্রি ছিল না বললেই চলে। ইতিমধ্যে ঘাটে থাকা অনেক চা-দোকানি তাঁদের দোকান অন্যত্র সরিয়ে নিয়েছেন।
মাঝিরঘাট ফেরিঘাটের ১ নম্বর ঘাটের পাশে থাকা চা-দোকানি ইসমাইল মাঝি বলেন, ‘গত দুই দিন ফেরি বন্ধ। এইহানে কোনো গাড়ি আহে না। মানুষের আহা-যাওয়া নাই। বেচাবিক্রি একবারে শ্যাষ হইয়া গেছে। আইজ দুফারে দোকান পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় সরাইয়া নিছি। ওইহানে অনেক মানুষ বেড়াতে আহে। তাই বেচাবিক্রি ভালো হইব।’
শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার জন্য মাঝিরঘাটে আসা যাত্রী ননী গোপাল দে বলেন, ‘শরীয়তপুর থেকে ডাইরেক্ট বাসে সিট পাই নাই। তাই বাধ্য হয়ে সিটিং গাড়িতে মাঝিরঘাট এসেছি। লঞ্চে পদ্মা পার হয়ে অন্য বাসে ঢাকা যাব। নিয়মিত বাস চলাচল করলে আমাদের ভোগান্তি থাকত না।’
রোববার দীর্ঘ চার ঘণ্টা মাঝিরঘাট ফেরিঘাটে অপেক্ষা করেও কোনো যাত্রী বা যানবাহনের দেখা মেলেনি। মাঝিরঘাট এলাকার বাসিন্দা নেছার মাদবর বলেন, ‘মানুষ সব পদ্মা সেতু দিয়া পার হইতাছে। আমাগো এইহান দিয়া কেউ আহে না। ফেরিঘাটে ফেরি না থাকায় পন্টুনের ওপর লঞ্চ থামাইয়া যাত্রী ওঠানামা করতাছে।’
মাঝিরঘাট ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, ‘ঘাটে যানবাহন না থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই রুটে চলাচলকারী সকল ফেরি শিমুলিয়া ঘাটে নোঙর করে রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে যানবাহন পারাপারের জন্য ফেরি ঘাট প্রস্তুত আছে। ঘাটে যানবাহন আসলে ফেরি চলাচল করবে।’
মাঝিরঘাট শিমুলিয়া নৌপথের ৭টি ফেরিতে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার যানবাহন পারাপার হতো। শুক্রবার সন্ধ্যা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
৬ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
৭ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
৭ ঘণ্টা আগে