Ajker Patrika

যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে সাইবার আইনে আ.লীগ নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে সাইবার আইনে আ.লীগ নেতার মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি আসমা আক্তার কনার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 

গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। 

বিচারক এ এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

আজ শুক্রবার বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে এই মামলা হয়েছে।’ 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুন ফেসবুক লাইভে এসে আসমা আক্তার রুনা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তথা বাদীর সম্পর্কে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সেখানে তিনি বাদীকে অকথ্য ভাষায় পরিবার নিয়ে গালাগালি করেন। এছাড়া তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন রকমের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করে হেয় প্রতিপন্ন করেন। 

বাদী মামলার আরজিতে বলেন, এসব মন্তব্য তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেছে এবং রাজনৈতিক সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভাব মূর্তি ক্ষুণ্ন করেছে। 
ফেসবুক লাইভে এসে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি আসমা আক্তার কনার দেওয়া বক্তব্য ভাইরাল হয়। 

সেখানে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাঁচা মরিচের পোলা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের অবিলম্বে পদত্যাগ চাই। হুমায়ুন কবির টাকা ছাড়া কমিটি করে না। যারে তারে কমিটিতে পদ দিতে চায়। পদ বাণিজ্য করার কারণে, অনেককে মিথ্যা আশ্বাস দেওয়ার কারণে, টাকা নেওয়ার কারণে অবিলম্বে তার পদত্যাগ চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত