নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিধিনিষেধ উঠে যাওয়ায় চলাচল শুরু করেছে যাত্রীবাহী ট্রেন। দীর্ঘদিন বাদে খুলেছে স্টেশন। যাত্রীর পদচারণায় মুখরিত প্ল্যাটফর্ম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকার বাইরে থেকে আসা সবগুলো ট্রেনে যাত্রীর চাপ ছিল। তবে ঢাকার বাইরে থেকে আসা লোকাল ট্রেনে যাত্রী সংখ্যাই বেশি ছিল। লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী আসছে।
বুধবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যাচ্ছে। কমলাপুর রেলস্টেশন থেকে আজ সারা দেশে ২১ জোড়া আন্তনগর এবং ১২ জোড়া লোকাল, কমিউটার মেইল ট্রেন ছেড়ে যাবে।
কমলাপুর রেলস্টেশন সরেজমিন ঘুরে দেখা যায়, আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটতে আসা যাত্রীদের খুব একটা ভিড় ছিল না। তবে লোকাল ট্রেনের টিকিট কাউন্টারের সামনে ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। এ ছাড়া ঢাকার বাইরে থেকে যেসব ট্রেন কমলাপুরে প্রবেশ করছে, সেসব ট্রেনে যাত্রী ঠাসা ছিল। যাত্রীরা অভিযোগ করেছে লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে।
আখাউড়া থেকে তিতাস কমিউটার ট্রেনে কমলাপুর আসা সাইফুল ইসলাম নামের এক যাত্রী আজকের পত্রিকার কাছে অভিযোগ করে বলেন, 'লোকাল ট্রেনে আগের ভাড়া নেওয়া হচ্ছে। তবে যাত্রী নেওয়া হচ্ছে সিটের চেয়ে অধিক বেশি। তিতাস কমিউটার ট্রেনের মধ্যে যাত্রীর চাপে দাঁড়ানোর কোন জায়গা নেই। আর স্বাস্থ্যবিধির কথা কি বলব। এত যাত্রী নিলে স্বাস্থ্যবৃদ্ধি কীভাবে মানবে। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। পুরা ট্রেনে দাঁড়ানো যাত্রীই বেশি ছিল।
অধিক যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চট্টলা কমিউটার ট্রেনের এটেনডেন্ট মো. মিহির আজকের পত্রিকাকে বলেন, 'লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় এটাতো সবাই জানে। কমলাপুর স্টেশন পার হওয়ার পরে বিমানবন্দর, গাজীপুর, ভৈরব, নরসিংদী প্রতিটা স্টেশনে যাত্রীদের চাপ থাকে। সরকার তো বলেছে আগের মতোই চলতে পারবে। তার জন্য আমরা সব ছিটে যাত্রী নিচ্ছি। যাত্রীর চাপ থাকায় দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে'।
এদিক কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব একটা তৎপরতা দেখা যায়নি কর্তৃপক্ষের। স্টেশনে প্রবেশের সামনে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া থাকলেও সেটি কেউ ব্যবহার করছেন না। মুখে ম্যাক্স ছাড়া ঘোরাফেরা করছেন যাত্রীরা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল করছে। আজ এবং কালকের টিকিটের চাহিদা বেশি ছিল। আন্তনগর ও লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে না। কোন ট্রেনে যদি দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।'
এদিকে সারা দেশে আজ ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল, কমিউটার ট্রেন চলাচল করছে বলে বাংলাদেশ রেলওয়ে আগেই জানিয়েছিল।
বিধিনিষেধ উঠে যাওয়ায় চলাচল শুরু করেছে যাত্রীবাহী ট্রেন। দীর্ঘদিন বাদে খুলেছে স্টেশন। যাত্রীর পদচারণায় মুখরিত প্ল্যাটফর্ম। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকার বাইরে থেকে আসা সবগুলো ট্রেনে যাত্রীর চাপ ছিল। তবে ঢাকার বাইরে থেকে আসা লোকাল ট্রেনে যাত্রী সংখ্যাই বেশি ছিল। লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী আসছে।
বুধবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যাচ্ছে। কমলাপুর রেলস্টেশন থেকে আজ সারা দেশে ২১ জোড়া আন্তনগর এবং ১২ জোড়া লোকাল, কমিউটার মেইল ট্রেন ছেড়ে যাবে।
কমলাপুর রেলস্টেশন সরেজমিন ঘুরে দেখা যায়, আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটতে আসা যাত্রীদের খুব একটা ভিড় ছিল না। তবে লোকাল ট্রেনের টিকিট কাউন্টারের সামনে ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। এ ছাড়া ঢাকার বাইরে থেকে যেসব ট্রেন কমলাপুরে প্রবেশ করছে, সেসব ট্রেনে যাত্রী ঠাসা ছিল। যাত্রীরা অভিযোগ করেছে লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে।
আখাউড়া থেকে তিতাস কমিউটার ট্রেনে কমলাপুর আসা সাইফুল ইসলাম নামের এক যাত্রী আজকের পত্রিকার কাছে অভিযোগ করে বলেন, 'লোকাল ট্রেনে আগের ভাড়া নেওয়া হচ্ছে। তবে যাত্রী নেওয়া হচ্ছে সিটের চেয়ে অধিক বেশি। তিতাস কমিউটার ট্রেনের মধ্যে যাত্রীর চাপে দাঁড়ানোর কোন জায়গা নেই। আর স্বাস্থ্যবিধির কথা কি বলব। এত যাত্রী নিলে স্বাস্থ্যবৃদ্ধি কীভাবে মানবে। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। পুরা ট্রেনে দাঁড়ানো যাত্রীই বেশি ছিল।
অধিক যাত্রী নেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চট্টলা কমিউটার ট্রেনের এটেনডেন্ট মো. মিহির আজকের পত্রিকাকে বলেন, 'লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় এটাতো সবাই জানে। কমলাপুর স্টেশন পার হওয়ার পরে বিমানবন্দর, গাজীপুর, ভৈরব, নরসিংদী প্রতিটা স্টেশনে যাত্রীদের চাপ থাকে। সরকার তো বলেছে আগের মতোই চলতে পারবে। তার জন্য আমরা সব ছিটে যাত্রী নিচ্ছি। যাত্রীর চাপ থাকায় দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে'।
এদিক কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব একটা তৎপরতা দেখা যায়নি কর্তৃপক্ষের। স্টেশনে প্রবেশের সামনে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া থাকলেও সেটি কেউ ব্যবহার করছেন না। মুখে ম্যাক্স ছাড়া ঘোরাফেরা করছেন যাত্রীরা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল করছে। আজ এবং কালকের টিকিটের চাহিদা বেশি ছিল। আন্তনগর ও লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রী তোলা হচ্ছে না। কোন ট্রেনে যদি দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।'
এদিকে সারা দেশে আজ ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল, কমিউটার ট্রেন চলাচল করছে বলে বাংলাদেশ রেলওয়ে আগেই জানিয়েছিল।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
১ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে