আমিনুল ইসলাম নাবিল
ঢাকা: গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ নগরবাসী। একে তো রোজার মাস আরেকে তো গ্রীষ্মকাল। এই সময়ে বাজারে তরমুজের চাহিদা অনেক। করোনা পরিস্থিতিতে ভাজাপোড়ার পরিবর্তে অনেকেরই ইফতারে পছন্দের তালিকার শীর্ষে রয়েছে তরমুজ। তবে পাইকারি ও খুচরা সব জায়গাতেই এবার তরমুজের দাম আকাশচুম্বী, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে।
তরমুজের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে পাইকারি ও খুচরা বিক্রেতারা একে অপরকে দুষছেন। ক্রেতাদের আক্ষেপ শোনার যেন কেউ নেই।
রাজধানীর রায়সাহেব বাজারে তরমুজ কিনতে এসেছিলেন এক সিএনজি অটোরিকশা চালক। তাঁর কাছে মাঝারি আকারের একটি তরমুজের দাম হাঁকানো হয়েছে ৫৫০ টাকা। কিন্তু এত দাম দিয়ে তরমুজ কেনার সামর্থ্য তাঁর নেই। দাম শুনেই তিনি চলে যান। আজকের পত্রিকার প্রতিবেদককে এই সিএনজি অটোরিকশাচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, `এই মৌসুমে এখনো তরমুজ কিনতে পারিনি। প্রতিদিনই রাস্তা দিয়ে যাওয়ার সময় দাম জিজ্ঞাসা করি, কিন্তু শেষমেশ আর কেনা হয় না।'
একই বাজারে তরমুজ কিনতে এসেছিলেন সদরঘাটের কাপড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন। তিনি বলেন, ৫০০ টাকা দিয়ে মাঝারি সাইজের একটি তরমুজ কিনলাম। আগে এগুলো ২০০ থেকে ২২০ টাকায় কেনা যেত। সরকারের মনিটরিং বাড়ানো উচিত।
কেজি হিসেবে, নাকি পিস হিসেবে তরমুজ কিনতে সুবিধা—জানতে চাইলে দেলোয়ার বলেন, কেজি দরেই বলেন, আর পিস হিসেবেই বলেন ওই দাম তো বাড়তিই। দিন শেষে ভোক্তাদের জন্য কোনো সুবিধা নেই।
সরেজমিনে আজ বৃহস্পতিবার রাজধানীর পাইকারি ফলের আড়ত বাদামতলীতে গিয়ে দেখা যায়, সেখানে তরমুজের দাম চড়া। আগের যেকোনো বছরের চেয়ে এ বছর দাম বেশি। মাঝারি আকারের ১০০ তরমুজ বিক্রি হচ্ছে ৩৫ হাজার টাকায়। সেই হিসাবে প্রতি পিস তরমুজের দাম পড়ে ৩৫০ টাকা।
বাদামতলীর ফলের আড়তদার কামাল হোসেন বলেন, এ বছর খরার কারণে তরমুজ উৎপাদন কম হয়েছে। একদিকে উৎপাদন কম, আরেকদিকে চাহিদা বেশি। তাই এবার দাম বেড়েছে তরমুজের। বরিশাল-বরগুনার তরমুজ শেষ বললেই চলে। এখন বাজারে বেশির ভাগ খুলনার তরমুজ।
বাদামতলীর শাহজাদী এন্টারপ্রাইজের মালিক সাব্বির হোসেন বলেন, পাইকারিতে দাম একটু বেশি। তবে খুচরা পর্যায়ে জেনেছি, দাম একদম অসহনীয়। তাঁরা অধিক মুনাফার লোভে এমনটি করছেন।
খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ২০০ টাকার নিচে কোনো তরমুজ নেই। মাঝারি আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়। আর বড় আকারের তররমুজ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৭০০ টাকায়।
রাজধানীর নবাবপুর রোডে তরমুজ বিক্রি করেন মো. পাপ্পু। পাইকারি পর্যায়ে পিস হিসেবে তরমুজ কিনলেও তিনি বিক্রি করছেন কেজি হিসেবে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, `শুধু তো এই বছর না, মেলা বছর ধরেই কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে। তরমুজের দাম বেশি। একটা ছোট তরমুজ আড়াই শ-তিন শ (টাকা) দাম চাইলে কাস্টমার দৌড় দেয়। তাই বুদ্ধি খাটায়া কেজিতে বেচি। এর মধ্যে পুলিশরে টাকা দেওন লাগে। পরিবহন খরচ আছে, চান্দা আছে, কুলি খরচ, ১০ শতাংশ আড়তদারি খরচ—সব মিলায়া অনেক খরচ। কত তরমুজ পইচ্চা যায়; আমাগো লস হয়। সব হিসাব মিলায়াই ৬০ টাকা কেজিতে বেচতেসি।'
রাজধানীর রায়সাহেব বাজারের তরমুজ ব্যবসায়ী মো. ইয়ামিন বলেন, `কেজিতে কিনলেই কাস্টমার জিতে। কারণ আমি ৬০ টাকা কেজিতে বেচতেসি; পাশের দোকানে কিন্তু ৬৫ টাকায় কেউ বেচতে পারব না। কাস্টমার এহন চালাক আছে। সব দোকানে খোঁজ নিয়াই কিনে। মানুষ ভাবতেসে আমরা খুচরা দোকানদারেরা খুব লাভ করতেসি। কিন্তু আমরাও ভালো নাই। আমরা পাইকারিতে বেশি দামে কিনতেসি। তাই বাধ্য হইয়াই বেশি দামে বেচতেসি। এখানে আমাদের দোষ নাই। পাইকারিওয়ালারাই দাম বাড়ায়া দিসে।'
এবার বেচাবিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে ইয়ামিন বলেন, বেচাবিক্রি নেই বললেই চলে। এত দাম দিয়ে কেনার সামর্থ্য অনেকেরই নেই। আর শুধু তো তরমুজ না, বাজারে সবকিছুর দামই বেশি।
ঢাকা: গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ নগরবাসী। একে তো রোজার মাস আরেকে তো গ্রীষ্মকাল। এই সময়ে বাজারে তরমুজের চাহিদা অনেক। করোনা পরিস্থিতিতে ভাজাপোড়ার পরিবর্তে অনেকেরই ইফতারে পছন্দের তালিকার শীর্ষে রয়েছে তরমুজ। তবে পাইকারি ও খুচরা সব জায়গাতেই এবার তরমুজের দাম আকাশচুম্বী, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে।
তরমুজের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে পাইকারি ও খুচরা বিক্রেতারা একে অপরকে দুষছেন। ক্রেতাদের আক্ষেপ শোনার যেন কেউ নেই।
রাজধানীর রায়সাহেব বাজারে তরমুজ কিনতে এসেছিলেন এক সিএনজি অটোরিকশা চালক। তাঁর কাছে মাঝারি আকারের একটি তরমুজের দাম হাঁকানো হয়েছে ৫৫০ টাকা। কিন্তু এত দাম দিয়ে তরমুজ কেনার সামর্থ্য তাঁর নেই। দাম শুনেই তিনি চলে যান। আজকের পত্রিকার প্রতিবেদককে এই সিএনজি অটোরিকশাচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, `এই মৌসুমে এখনো তরমুজ কিনতে পারিনি। প্রতিদিনই রাস্তা দিয়ে যাওয়ার সময় দাম জিজ্ঞাসা করি, কিন্তু শেষমেশ আর কেনা হয় না।'
একই বাজারে তরমুজ কিনতে এসেছিলেন সদরঘাটের কাপড় ব্যবসায়ী দেলোয়ার হোসেন। তিনি বলেন, ৫০০ টাকা দিয়ে মাঝারি সাইজের একটি তরমুজ কিনলাম। আগে এগুলো ২০০ থেকে ২২০ টাকায় কেনা যেত। সরকারের মনিটরিং বাড়ানো উচিত।
কেজি হিসেবে, নাকি পিস হিসেবে তরমুজ কিনতে সুবিধা—জানতে চাইলে দেলোয়ার বলেন, কেজি দরেই বলেন, আর পিস হিসেবেই বলেন ওই দাম তো বাড়তিই। দিন শেষে ভোক্তাদের জন্য কোনো সুবিধা নেই।
সরেজমিনে আজ বৃহস্পতিবার রাজধানীর পাইকারি ফলের আড়ত বাদামতলীতে গিয়ে দেখা যায়, সেখানে তরমুজের দাম চড়া। আগের যেকোনো বছরের চেয়ে এ বছর দাম বেশি। মাঝারি আকারের ১০০ তরমুজ বিক্রি হচ্ছে ৩৫ হাজার টাকায়। সেই হিসাবে প্রতি পিস তরমুজের দাম পড়ে ৩৫০ টাকা।
বাদামতলীর ফলের আড়তদার কামাল হোসেন বলেন, এ বছর খরার কারণে তরমুজ উৎপাদন কম হয়েছে। একদিকে উৎপাদন কম, আরেকদিকে চাহিদা বেশি। তাই এবার দাম বেড়েছে তরমুজের। বরিশাল-বরগুনার তরমুজ শেষ বললেই চলে। এখন বাজারে বেশির ভাগ খুলনার তরমুজ।
বাদামতলীর শাহজাদী এন্টারপ্রাইজের মালিক সাব্বির হোসেন বলেন, পাইকারিতে দাম একটু বেশি। তবে খুচরা পর্যায়ে জেনেছি, দাম একদম অসহনীয়। তাঁরা অধিক মুনাফার লোভে এমনটি করছেন।
খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ২০০ টাকার নিচে কোনো তরমুজ নেই। মাঝারি আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়। আর বড় আকারের তররমুজ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৭০০ টাকায়।
রাজধানীর নবাবপুর রোডে তরমুজ বিক্রি করেন মো. পাপ্পু। পাইকারি পর্যায়ে পিস হিসেবে তরমুজ কিনলেও তিনি বিক্রি করছেন কেজি হিসেবে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, `শুধু তো এই বছর না, মেলা বছর ধরেই কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে। তরমুজের দাম বেশি। একটা ছোট তরমুজ আড়াই শ-তিন শ (টাকা) দাম চাইলে কাস্টমার দৌড় দেয়। তাই বুদ্ধি খাটায়া কেজিতে বেচি। এর মধ্যে পুলিশরে টাকা দেওন লাগে। পরিবহন খরচ আছে, চান্দা আছে, কুলি খরচ, ১০ শতাংশ আড়তদারি খরচ—সব মিলায়া অনেক খরচ। কত তরমুজ পইচ্চা যায়; আমাগো লস হয়। সব হিসাব মিলায়াই ৬০ টাকা কেজিতে বেচতেসি।'
রাজধানীর রায়সাহেব বাজারের তরমুজ ব্যবসায়ী মো. ইয়ামিন বলেন, `কেজিতে কিনলেই কাস্টমার জিতে। কারণ আমি ৬০ টাকা কেজিতে বেচতেসি; পাশের দোকানে কিন্তু ৬৫ টাকায় কেউ বেচতে পারব না। কাস্টমার এহন চালাক আছে। সব দোকানে খোঁজ নিয়াই কিনে। মানুষ ভাবতেসে আমরা খুচরা দোকানদারেরা খুব লাভ করতেসি। কিন্তু আমরাও ভালো নাই। আমরা পাইকারিতে বেশি দামে কিনতেসি। তাই বাধ্য হইয়াই বেশি দামে বেচতেসি। এখানে আমাদের দোষ নাই। পাইকারিওয়ালারাই দাম বাড়ায়া দিসে।'
এবার বেচাবিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে ইয়ামিন বলেন, বেচাবিক্রি নেই বললেই চলে। এত দাম দিয়ে কেনার সামর্থ্য অনেকেরই নেই। আর শুধু তো তরমুজ না, বাজারে সবকিছুর দামই বেশি।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৮ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৮ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১০ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১১ মিনিট আগে