Ajker Patrika

পুলিশকে ফাঁকি দিতে দামি প্রাইভেট কারে গাঁজার ব্যবসা

সাভার (ঢাকা) প্রতিনিধি
পুলিশকে ফাঁকি দিতে দামি প্রাইভেট কারে গাঁজার ব্যবসা

সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দামি একটি প্রাইভেট কার জব্দ করা হয়। মাদক পরিবহনে এই চক্রটি দামি গাড়ি ব্যবহার করত বলে জানিয়েছে পুলিশ। 

আজ সোমবার সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে রোববার রাতে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের জালেশ্বর এলাকার মাশরুম উন্নয়ন সেন্টারের প্রধান ফটকের সামনে থেকে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর উপজেলার মধ্য বল্লমপুর এলাকার মো. আবদুল আলীম (২৬), কুমিল্লার সদর উপজেলার ইটাল্লা এলাকার মো. শফিকুল ইসলাম ওরফে তপু (২৭), কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর এলাকার মো. বাদল (৩৫), কুমিল্লার সদর উপজেলার মাঝিগাছা এলাকার মো. রফিক (২৬) এবং সাভার মডেল থানাধীন শাহিবাগ এলাকার মো. আকাশ (৩০)। 

সাভারের জালেশ্বর এলাকায় গাঁজাসহ আটক প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকাঢাকা উত্তর ডিবির এসআই আমিনুল মৃধা বলেন, ‘মাদক পরিবহনে দামি ও নতুন গাড়ি ব্যবহার করত তাঁরা। এই গাড়ি তাদের সিন্ডিকেটের থেকে সংগ্রহ করত অথবা ভাড়া নিত। পুলিশের চোখ ফাঁকি দিতে তারা দামি গাড়ি ব্যবহার করত।’ 

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, আসামিরা কুমিল্লা থেকে গাঁজা এনে সাভারে পাইকারি ও খুচরা বিক্রি করত। তাঁরা চিহ্নিত মাদক কারবারি। তাদের প্রাইভেট কারের ভেতর থেকে ৭টি প্যাকেটে বাঁধা অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত