মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঈদযাত্রা উপলক্ষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার ভোর থেকেই এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেশি লক্ষ করা গেছে।
তবে যানবাহনের চাপ বেশি থাকলেও মাওয়া প্রান্তের টোল প্লাজায় সামান্য সময় অপেক্ষার পরই নির্বিঘ্নে টোল দিয়ে গাড়িগুলো পদ্মা সেতু পার হচ্ছে বলে জানা গেছে। আজকের যাত্রায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের আধিক্য চোখে পড়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সপরিবারে বরিশালে যাচ্ছেন রাজিয়া সুলতানা নামের এক নারী। তিনি বলেন, ‘গত বছরও পদ্মা সেতু দিয়ে গিয়েছিলাম, এবার আরও সহজে আসতে পারছি। ছোট বাচ্চা নিয়ে আগে লঞ্চে যেতে অনেক কষ্ট হতো। এখন গাড়িতে বসেই আরামে যাওয়া যায়।’
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিবুল ইসলাম প্রাইভেটকারে সপরিবারে খুলনা যাচ্ছেন। তিনি বলেন, ‘এক্সপ্রেসওয়ে আর সেতু থাকার কারণে ঈদের যাত্রা এখন আর ভয় নয়, আনন্দের অংশ। যানজটও তেমন নেই। শুধু টোল প্লাজায় ৫-১০ মিনিট দাঁড়াতে হচ্ছে।’
মোটরসাইকেলচালক মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে সকালে রওনা দিয়েছি। যানজট না থাকায় দ্রুতই মাওয়া পৌঁছে গেছি। শুধু টোল প্লাজায় একটু অপেক্ষা করতে হয়েছে।’
বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘আগে ঈদের সময় মাওয়া ঘাটে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো। এখন পদ্মা সেতু দিয়ে মিনিটের মধ্যেই পার হয়ে যাচ্ছি। যাত্রীরা সন্তুষ্ট, আমরাও স্বস্তিতে আছি।’
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি। এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের যানজট বা দুর্ঘটনার খবর নেই। আমরা চেষ্টা করছি যাত্রীদের সর্বোচ্চ সহায়তা দিতে।’
ঈদযাত্রা উপলক্ষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার ভোর থেকেই এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেশি লক্ষ করা গেছে।
তবে যানবাহনের চাপ বেশি থাকলেও মাওয়া প্রান্তের টোল প্লাজায় সামান্য সময় অপেক্ষার পরই নির্বিঘ্নে টোল দিয়ে গাড়িগুলো পদ্মা সেতু পার হচ্ছে বলে জানা গেছে। আজকের যাত্রায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের আধিক্য চোখে পড়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সপরিবারে বরিশালে যাচ্ছেন রাজিয়া সুলতানা নামের এক নারী। তিনি বলেন, ‘গত বছরও পদ্মা সেতু দিয়ে গিয়েছিলাম, এবার আরও সহজে আসতে পারছি। ছোট বাচ্চা নিয়ে আগে লঞ্চে যেতে অনেক কষ্ট হতো। এখন গাড়িতে বসেই আরামে যাওয়া যায়।’
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিবুল ইসলাম প্রাইভেটকারে সপরিবারে খুলনা যাচ্ছেন। তিনি বলেন, ‘এক্সপ্রেসওয়ে আর সেতু থাকার কারণে ঈদের যাত্রা এখন আর ভয় নয়, আনন্দের অংশ। যানজটও তেমন নেই। শুধু টোল প্লাজায় ৫-১০ মিনিট দাঁড়াতে হচ্ছে।’
মোটরসাইকেলচালক মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে সকালে রওনা দিয়েছি। যানজট না থাকায় দ্রুতই মাওয়া পৌঁছে গেছি। শুধু টোল প্লাজায় একটু অপেক্ষা করতে হয়েছে।’
বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘আগে ঈদের সময় মাওয়া ঘাটে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো। এখন পদ্মা সেতু দিয়ে মিনিটের মধ্যেই পার হয়ে যাচ্ছি। যাত্রীরা সন্তুষ্ট, আমরাও স্বস্তিতে আছি।’
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি। এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের যানজট বা দুর্ঘটনার খবর নেই। আমরা চেষ্টা করছি যাত্রীদের সর্বোচ্চ সহায়তা দিতে।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৭ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৭ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২০ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২১ মিনিট আগে