Ajker Patrika

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বাইসাইকেল নিয়ে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার বজরুক নুরপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি বম্বে সুইটস কোম্পানিতে এস, আর হিসেবে কর্মরত ছিলেন।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার সড়ক পার হচ্ছিলেন বাইসাইকেল আরোহী। এ সময় জয়দেবপুর থেকে আসা একটি কাভার্ডভ্যান বাইসাইকেলসহ আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী রবিউলের মৃত্যু হয়। খবর পেয়ে কাভার্ডভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত