শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আলোচিত ছাত্রলীগ কর্মী নয়ন হত্যা মামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা-পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে ফাহাদ (২৪), কাওরাইদ গ্রামের বাসানীর ছেলে মো. মানিক মিয়া (২৫), সোনাব গ্রামের মৃত রমজান আলী শেখ বাচ্চু মিয়া (৩৮) ও কাওরাইদ গ্রামের মৃত সমের আলীর ছেলে বাদল মিয়া (৪৫)।
শ্রীপুর থানার উপপরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, গত শুক্রবার সারা রাত অভিযান পরিচালনা করে আলোচিত ছাত্রলীগ কর্মী নয়ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান বিভিন্নভাবে খুনের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত মো. ফাহাদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আরও জানান, ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার কাওরাইদ বাজারে ক্রিকেট খেলার জেরে ছাত্রলীগ কর্মী নয়ন শেখকে পুকুরে ফেলে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় বিপ্লব নামে এক আসামিকে গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার করা হয়।
গাজীপুরের শ্রীপুরে আলোচিত ছাত্রলীগ কর্মী নয়ন হত্যা মামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা-পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে ফাহাদ (২৪), কাওরাইদ গ্রামের বাসানীর ছেলে মো. মানিক মিয়া (২৫), সোনাব গ্রামের মৃত রমজান আলী শেখ বাচ্চু মিয়া (৩৮) ও কাওরাইদ গ্রামের মৃত সমের আলীর ছেলে বাদল মিয়া (৪৫)।
শ্রীপুর থানার উপপরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, গত শুক্রবার সারা রাত অভিযান পরিচালনা করে আলোচিত ছাত্রলীগ কর্মী নয়ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান বিভিন্নভাবে খুনের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত মো. ফাহাদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আরও জানান, ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার কাওরাইদ বাজারে ক্রিকেট খেলার জেরে ছাত্রলীগ কর্মী নয়ন শেখকে পুকুরে ফেলে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় বিপ্লব নামে এক আসামিকে গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ওই ভুক্তভোগী নারী ওষুধ কেনার জন্য ভূল্লি বাজারে যান। সেখানে শ্বশুরবাড়ির পরিচিত হামিদুর রহমান (৫২) ও জাহিরুল ইসলাম (৪৮)-এর সঙ্গে তার দেখা হয়। পরে তারা কৌশলে তাকে খোশবাজার এলাকার জিনের মসজিদে ঘুরতে নিয়ে যায়।
৩ মিনিট আগেমামলার এজাহারসূত্রে জানা যায়, ১৩ আগস্ট বিকেলে ইটনা উপজেলা পরিষদের ভেতরে ইউএনও’র বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। ওইদিন রাতেই মফিজুল ইসলাম নামে এক আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় ৪২ জনের নামোল্লেখ করে অজ্ঞাত তিনশো জনকে আসামি দিয়ে একটি মামলা দায়ের করেছেন।
৩০ মিনিট আগেইনস্টিটিউট সূত্রে জানা যায়, হাসানের শরীরের ৪৪ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, আসমার ৪৮ শতাংশ, তিশার ৫৩ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, শিশু ইমামের ৩০ শতাংশ ও আরাফাতের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। শুধু তনজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
৩৮ মিনিট আগেদীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেল রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া (১৫)। আজ শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
১ ঘণ্টা আগে