Ajker Patrika

আন্দোলনকারী সন্দেহে জবির ২ শিক্ষার্থীকে আটকের অভিযোগ

জবি সংবাদদাতা 
আন্দোলনকারী সন্দেহে জবির ২ শিক্ষার্থীকে আটকের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে আন্দোলনকারী সন্দেহে ২ শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীদের আটকের এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি কমপ্লিট শাটডাউন থাকায় ক্যাম্পাসের সামনে আগে থেকেই পুলিশের কড়া অবস্থান ছিল। সকাল থেকেই মানুষজন জড়ো হলে সরিয়ে দিচ্ছিল পুলিশ। পরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে জবির প্রধান ফটকের সামনে থেকে দুজন শিক্ষার্থীকে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারে এই সন্দেহ হিসেবে তুলে নিয়ে যায় কোতোয়ালি থানা-পুলিশ।

সন্দেহভাজন হিসেবে তুলে নেওয়া শিক্ষার্থীরা হলেন—কম্পিউটার সায়েন্সের ১৪ তম আবর্তনের মো. অপূর্ব কর্মকার ও খন্দকার জালাল।

তবে শিক্ষার্থীদের তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. বদরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেছে কি না আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি।’

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন দুই শিক্ষার্থীকে আটকের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেবে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত