Ajker Patrika

দুই দিনেও শনাক্ত হয়নি ট্রেনের ধাক্কায় নিহত একজনের পরিচয়

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২: ৫৩
দুই দিনেও শনাক্ত হয়নি ট্রেনের ধাক্কায় নিহত একজনের পরিচয়

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের ঘটনার দুই দিন অতিবাহিত হলেও একজনের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রেলওয়ে সংশ্লিষ্টরা। ওই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের নাম-পরিচয় ঘটনার পরপরই পাওয়া গেছে। 

জানা গেছে, গত রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের রেললাইনে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হন। দুর্ঘটনার পরপরই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিহত ও আহতদের খবর প্রকাশ করা হয়। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মৃত একজনের কোনো আত্মীয়স্বজন স্থানীয় প্রশাসনের কাছে যোগাযোগ করেনি। 

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ বলেন, নিহত তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। এখন পর্যন্ত একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পেলে আপনাদের জানানো হবে। 

তথ্যপ্রযুক্তির যুগে নাম-পরিচয় পেতে এত সময় লাগছে কেন—এমন প্রশ্নের জবাবে শহিদুল্লাহ কোনো ধরনের উত্তর না দিয়েই ফোন কেটে দেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হেফাজতে একজনের মরদেহ রয়েছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত