Ajker Patrika

রং মিস্ত্রির ঝলসে যাওয়া মরদেহ ঝুলছিল বিদ্যুতের তারে

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৩: ৫৫
রং মিস্ত্রির ঝলসে যাওয়া মরদেহ ঝুলছিল বিদ্যুতের তারে

একটি বহুতল ভবনে রঙের কাজ করছিলেন মো. দুলাল হোসেন নামের এক রংমিস্ত্রি। যে ভবনে তিনি কাজ করছিলেন, তার পাশ দিয়ে রয়েছে পল্লী বিদ্যুতের জাতীয় গ্রিডের ৩৩ হাজার ভোল্টের একটি সঞ্চালন লাইন। হঠাৎ করেই সেই সঞ্চালন লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে দুলালের শরীর পুরো ঝলসে গিয়ে তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার খাজা কমপ্লেক্স নামক একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। 

মৃত দুলাল মিয়া (৪০) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মো. গিয়াসউদ্দিনের ছেলে। 

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে বহুতল ভবনের তিনতলা থেকে ঝলসে যাওয়া রংমিস্ত্রির মরদেহ নামানো হয়েছে। ভবন মালিকের গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে।’

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল পাশা বলেন, ‘বিদ্যুৎ অফিসকে না জানিয়ে ভবন মালিক রঙের কাজ করছিলেন। ঘটনার পরপরই বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে।’ 

ভবন মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন খান বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। আর কোনো ধরনের অভিযোগ না পেলে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত