প্রতিনিধি
বরিশাল: ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ পদে সদ্য পদায়ন হওয়া অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদের যোগদান ঠেকাতে কলেজের গেট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গত রোববার থেকে কলেজের মসজিদ গেট, শহীদ মিনার গেট এবং ফার্স্ট গেট আটকে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে শতাধিক নেতাকর্মী। এতে কলেজে জরুরি কাজে আসা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে ড. এ এস কাইয়ুম উদ্দিনের পদায়ন হয়। রোববার তিনি যোগদানের চেষ্টা করলেও ছাত্রলীগের বাধার মুখে ফিরে যান।
ছাত্রলীগের দাবি, অধ্যাপক কাইয়ুম দুর্নীতিবাজ। তাঁর যোগদান প্রতিহত করার ঘোষণা দিয়ে রোববারই প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
আজ চার দিন ধরে কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ অধ্যক্ষর বাস ভবনের সামনে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা অডিটোরিয়াম খুলেও দখল করে রেখেছে। কলেজের প্রশাসনিক ভবনে জরুরি কাজে আসা এক শিক্ষার্থী বলেন, কলেজে সার্টিফিকেটের বিষয়ে জানতে এসেছেন। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।
কলেজ ক্যাম্পাসে সোনালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তিতে পড়া একাধিক ব্যক্তি জানান, কলেজের সব গেট বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎ বিল দিতে এসে তাঁরা বিপাকে পড়েছে। কলেজ গেট কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলেও কেউ জবাব দেয়নি।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি চেষ্টা করেও কলেজে যোগদান করতে যেতে পারেননি। একদল ছাত্রনেতা একটি মহলের ইন্ধনে এমনটি করছে। কলেজের শিক্ষক পরিষদের কতিপয় নেতাও এর সঙ্গে জড়িত। আরও অপেক্ষা করে তিনি বিষয়টি মন্ত্রণালয়কে জানাবেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, তিনি অধ্যাপক কাইয়ুমকে যোগদানের জন্য কলেজে আসতে বলেছেন। কিন্তু তিনি এখনো আসেননি। অধ্যক্ষ বলেন, গেট বন্ধ করে একদল ছাত্র আন্দোলন করছে।
বরিশাল: ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ পদে সদ্য পদায়ন হওয়া অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদের যোগদান ঠেকাতে কলেজের গেট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। গত রোববার থেকে কলেজের মসজিদ গেট, শহীদ মিনার গেট এবং ফার্স্ট গেট আটকে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে শতাধিক নেতাকর্মী। এতে কলেজে জরুরি কাজে আসা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে ড. এ এস কাইয়ুম উদ্দিনের পদায়ন হয়। রোববার তিনি যোগদানের চেষ্টা করলেও ছাত্রলীগের বাধার মুখে ফিরে যান।
ছাত্রলীগের দাবি, অধ্যাপক কাইয়ুম দুর্নীতিবাজ। তাঁর যোগদান প্রতিহত করার ঘোষণা দিয়ে রোববারই প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
আজ চার দিন ধরে কলেজের প্রশাসনিক ভবন ও কলেজ অধ্যক্ষর বাস ভবনের সামনে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা অডিটোরিয়াম খুলেও দখল করে রেখেছে। কলেজের প্রশাসনিক ভবনে জরুরি কাজে আসা এক শিক্ষার্থী বলেন, কলেজে সার্টিফিকেটের বিষয়ে জানতে এসেছেন। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারছেন না।
কলেজ ক্যাম্পাসে সোনালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তিতে পড়া একাধিক ব্যক্তি জানান, কলেজের সব গেট বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎ বিল দিতে এসে তাঁরা বিপাকে পড়েছে। কলেজ গেট কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলেও কেউ জবাব দেয়নি।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি চেষ্টা করেও কলেজে যোগদান করতে যেতে পারেননি। একদল ছাত্রনেতা একটি মহলের ইন্ধনে এমনটি করছে। কলেজের শিক্ষক পরিষদের কতিপয় নেতাও এর সঙ্গে জড়িত। আরও অপেক্ষা করে তিনি বিষয়টি মন্ত্রণালয়কে জানাবেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, তিনি অধ্যাপক কাইয়ুমকে যোগদানের জন্য কলেজে আসতে বলেছেন। কিন্তু তিনি এখনো আসেননি। অধ্যক্ষ বলেন, গেট বন্ধ করে একদল ছাত্র আন্দোলন করছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৫ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৬ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে