নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর আরো দুটি বড় মার্কেটকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। জরুরি ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার দুই মার্কেটে জরিপ চালানো হবে।
আজ বুধবার দুপুর ১টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের হালনাগাদ পরিস্থিতি জানাতে অধিদপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের সামনে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটকেও ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস৷ আগামীকাল এ দুটি মার্কেট সার্ভে করা হবে।’
বঙ্গবাজারের এনেক্সকো ভবনসহ আশপাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়া আগুন এখনো পুরোপুরি নেভেনি; ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে।
অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান বলেন, এনেস্কো ভবনের ৫ ও ৬ তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে আমাদের সদস্যরা কাজ করছেন।
সব মিলে আজ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে তিনি জানান।
রাজধানীর অন্যতম বড় খুচরা ও পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও বিমান ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান বঙ্গবাজার দোকান মালিক সমিতির পরিচালক মো. শাহাবুদ্দিন।
তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীনের দাবি, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ।’
আরও খবর পড়ুন:
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর আরো দুটি বড় মার্কেটকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। জরুরি ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার দুই মার্কেটে জরিপ চালানো হবে।
আজ বুধবার দুপুর ১টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের হালনাগাদ পরিস্থিতি জানাতে অধিদপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের সামনে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটকেও ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস৷ আগামীকাল এ দুটি মার্কেট সার্ভে করা হবে।’
বঙ্গবাজারের এনেক্সকো ভবনসহ আশপাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়া আগুন এখনো পুরোপুরি নেভেনি; ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে।
অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান বলেন, এনেস্কো ভবনের ৫ ও ৬ তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে আমাদের সদস্যরা কাজ করছেন।
সব মিলে আজ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে তিনি জানান।
রাজধানীর অন্যতম বড় খুচরা ও পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও বিমান ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান বঙ্গবাজার দোকান মালিক সমিতির পরিচালক মো. শাহাবুদ্দিন।
তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীনের দাবি, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ।’
আরও খবর পড়ুন:
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
১ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১১ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে