বিশেষ প্রতিনিধি, ঢাকা
যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩৪০) গতকাল বুধবার রাতে ঢাকা ছাড়তে পারেনি। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। যাত্রীদের অনেকে গুরুতর অসুস্থ, চিকিৎসার উদ্দেশ্যে গন্তব্যে যাত্রা করছিলেন, কেউ কেউ ছিলেন বয়স্ক বা হুইলচেয়ারে চলাচলকারী।
ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল বুধবার রাত ২টা ৪৫ মিনিট। যাত্রীরা এর আগেই রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশন সম্পন্ন করেন। কিন্তু বোর্ডিংয়ের আগমুহূর্তে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না। এরপর থেকে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করেন।
আজ দুপুর ১২টার দিকে ফ্লাইটের যাত্রী আরিফুজ্জামান তুহিন বলেন, ‘আমরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য পাচ্ছি না। তিনটি যোগাযোগ নম্বর দেওয়া হলেও দুটি নম্বর বন্ধ এবং তৃতীয়টিতে কেউ রিসিভ করে না। যাত্রীরা কেউ লাউঞ্জে, কেউ মেঝেতে, আবার কেউ ছড়িয়ে-ছিটিয়ে যেখানে পারছেন সেখানেই অপেক্ষা করছেন। কেউ কোনো দিকনির্দেশনা দিচ্ছেন না। কোনো বিকল্প ফ্লাইটের আশ্বাসও পাওয়া যায়নি।’
আরিফুজ্জামান আরও বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য যাচ্ছি। বৃহস্পতিবার সকাল ১০টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যা আমরা মিস করেছি। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের অন্য কোনো ফ্লাইটে ওঠার ব্যবস্থা করেনি।’
বয়সজনিত জটিলতা কিংবা অন্যান্য শারীরিক সমস্যায় ভোগা যাত্রীরা বিশ্রামের মতো ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত ছিলেন। বিমানবন্দরে তাঁদের জন্য ছিল না কোনো পর্যাপ্ত ব্যবস্থা।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, এই ফ্লাইটের যাত্রীসংখ্যা আনুমানিক ২০০ জন। আজ বেলা ১টার দিকে সংশ্লিষ্ট এয়ারওয়েজের আরও একটি ফ্লাইট ছিল, অগ্রাধিকার ভিত্তিতে ওই ফ্লাইটে কিছুসংখ্যক যাত্রী যান।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় থাই এয়ারওয়েজের ঢাকা স্টেশন ম্যানেজারের অফিশিয়াল নম্বরে। তিনি পরে যোগাযোগ করতে বলেন।
তবে থাই এয়ারওয়েজের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এখন ইঞ্জিনিয়ার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ এসে পৌঁছেছে। ইনশা আল্লাহ আজ বিকেল ৪টার দিকে ফ্লাইটটি ছাড়বে। যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩৪০) গতকাল বুধবার রাতে ঢাকা ছাড়তে পারেনি। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। যাত্রীদের অনেকে গুরুতর অসুস্থ, চিকিৎসার উদ্দেশ্যে গন্তব্যে যাত্রা করছিলেন, কেউ কেউ ছিলেন বয়স্ক বা হুইলচেয়ারে চলাচলকারী।
ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল বুধবার রাত ২টা ৪৫ মিনিট। যাত্রীরা এর আগেই রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশন সম্পন্ন করেন। কিন্তু বোর্ডিংয়ের আগমুহূর্তে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না। এরপর থেকে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করেন।
আজ দুপুর ১২টার দিকে ফ্লাইটের যাত্রী আরিফুজ্জামান তুহিন বলেন, ‘আমরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য পাচ্ছি না। তিনটি যোগাযোগ নম্বর দেওয়া হলেও দুটি নম্বর বন্ধ এবং তৃতীয়টিতে কেউ রিসিভ করে না। যাত্রীরা কেউ লাউঞ্জে, কেউ মেঝেতে, আবার কেউ ছড়িয়ে-ছিটিয়ে যেখানে পারছেন সেখানেই অপেক্ষা করছেন। কেউ কোনো দিকনির্দেশনা দিচ্ছেন না। কোনো বিকল্প ফ্লাইটের আশ্বাসও পাওয়া যায়নি।’
আরিফুজ্জামান আরও বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য যাচ্ছি। বৃহস্পতিবার সকাল ১০টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যা আমরা মিস করেছি। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের অন্য কোনো ফ্লাইটে ওঠার ব্যবস্থা করেনি।’
বয়সজনিত জটিলতা কিংবা অন্যান্য শারীরিক সমস্যায় ভোগা যাত্রীরা বিশ্রামের মতো ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত ছিলেন। বিমানবন্দরে তাঁদের জন্য ছিল না কোনো পর্যাপ্ত ব্যবস্থা।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, এই ফ্লাইটের যাত্রীসংখ্যা আনুমানিক ২০০ জন। আজ বেলা ১টার দিকে সংশ্লিষ্ট এয়ারওয়েজের আরও একটি ফ্লাইট ছিল, অগ্রাধিকার ভিত্তিতে ওই ফ্লাইটে কিছুসংখ্যক যাত্রী যান।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় থাই এয়ারওয়েজের ঢাকা স্টেশন ম্যানেজারের অফিশিয়াল নম্বরে। তিনি পরে যোগাযোগ করতে বলেন।
তবে থাই এয়ারওয়েজের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এখন ইঞ্জিনিয়ার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ এসে পৌঁছেছে। ইনশা আল্লাহ আজ বিকেল ৪টার দিকে ফ্লাইটটি ছাড়বে। যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৪ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৭ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪১ মিনিট আগে