Ajker Patrika

শ্রীপুরে আগুনে ২০ ঘর পুড়ে ৬০ লাখ টাকার ক্ষতি 

শ্রীপুরে আগুনে ২০ ঘর পুড়ে ৬০ লাখ টাকার ক্ষতি 

গাজীপুরের শ্রীপুরে আগুনে ২০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড কবির হোসেন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এখানে গার্মেন্টস শ্রমিক ও নিম্নবিত্তরা থাকতেন। 
 
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কবির হোসেন সরকারের বাড়িতে বৃহস্পতিবার ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বাড়ির মালিক কবির হোসেন সরকার বলেন, ভোরে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ২০টি কক্ষসহ আসবাবপত্র। আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত