প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
আগামীকাল বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ চলাচল। বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার ঘাট সূত্র বিষয়টি নিশ্চিত করে।
আজ বুধবার লঞ্চঘাট ঘুরে দেখা যায়, ঈদকে সামনে রেখে যাত্রী চাপ মোকাবিলায় প্রস্তুত করে রাখা হয়েছে লঞ্চগুলো। নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঈদে যাত্রী বহনের জন্য আগাম প্রস্তুতি হিসেবে লঞ্চগুলোর ছোটখাটো ত্রুটিগুলো মেরামত করে রাখছেন মালিক পক্ষ।
লঞ্চের একাধিক শ্রমিক জানান, লঞ্চ চলাচলের ঘোষণা পাওয়ার পরই ঘাটের লঞ্চগুলোকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। লঞ্চের ভেতরের বসার আসনসহ পুরো ডেক জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে। ইঞ্জিন রুমসহ অন্যান্য মেশিনপত্র ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। ২৩ দিন ঘাটে লঞ্চগুলো নোঙর করা ছিল।
বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চ ঘাট সূত্রে যায়, গত ২২ জুন ভোর থেকে নৌরুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। করোনা ভাইরাসের সংক্রমণরোধে গণ পরিবহনের সঙ্গে লঞ্চ চলাচলও বন্ধ রাখে কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু করা হবে। ইতিমধ্যে সকল লঞ্চকে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলবে। তা ছাড়া লঞ্চে যাত্রী বহনের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। ঘাট থেকে মাইকিং করে মাস্ক পড়ে যাত্রীদের লঞ্চে ওঠার জন্য সার্বক্ষণিক বলা হবে।
শিমুলিয়া-মাঝিকান্দি-বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চলবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি লঞ্চেই স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়েই লঞ্চ চলবে। ঈদ মৌসুমে ঘরমুখো যাত্রীদের যাতে কোন ভোগান্তি না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকছে।’
বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কঠোর লকডাউনে টানা ২৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। কোন লঞ্চেই যেন ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিতে না পারে সেদিকটা আমরা গুরুত্বের সাথে দেখব। আগেও দেখেছি। তা ছাড়া যাত্রীদের মাস্ক ছাড়া লঞ্চে উঠতে দেওয়া হবে না।’
আগামীকাল বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ চলাচল। বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার ঘাট সূত্র বিষয়টি নিশ্চিত করে।
আজ বুধবার লঞ্চঘাট ঘুরে দেখা যায়, ঈদকে সামনে রেখে যাত্রী চাপ মোকাবিলায় প্রস্তুত করে রাখা হয়েছে লঞ্চগুলো। নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঈদে যাত্রী বহনের জন্য আগাম প্রস্তুতি হিসেবে লঞ্চগুলোর ছোটখাটো ত্রুটিগুলো মেরামত করে রাখছেন মালিক পক্ষ।
লঞ্চের একাধিক শ্রমিক জানান, লঞ্চ চলাচলের ঘোষণা পাওয়ার পরই ঘাটের লঞ্চগুলোকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। লঞ্চের ভেতরের বসার আসনসহ পুরো ডেক জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে। ইঞ্জিন রুমসহ অন্যান্য মেশিনপত্র ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। ২৩ দিন ঘাটে লঞ্চগুলো নোঙর করা ছিল।
বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চ ঘাট সূত্রে যায়, গত ২২ জুন ভোর থেকে নৌরুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। করোনা ভাইরাসের সংক্রমণরোধে গণ পরিবহনের সঙ্গে লঞ্চ চলাচলও বন্ধ রাখে কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু করা হবে। ইতিমধ্যে সকল লঞ্চকে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলবে। তা ছাড়া লঞ্চে যাত্রী বহনের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। ঘাট থেকে মাইকিং করে মাস্ক পড়ে যাত্রীদের লঞ্চে ওঠার জন্য সার্বক্ষণিক বলা হবে।
শিমুলিয়া-মাঝিকান্দি-বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চলবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি লঞ্চেই স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়েই লঞ্চ চলবে। ঈদ মৌসুমে ঘরমুখো যাত্রীদের যাতে কোন ভোগান্তি না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকছে।’
বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কঠোর লকডাউনে টানা ২৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। কোন লঞ্চেই যেন ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিতে না পারে সেদিকটা আমরা গুরুত্বের সাথে দেখব। আগেও দেখেছি। তা ছাড়া যাত্রীদের মাস্ক ছাড়া লঞ্চে উঠতে দেওয়া হবে না।’
চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
২২ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
২৩ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত।
১ ঘণ্টা আগে