রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুর্তজা আজম জিলানী (৫০)। তিনি উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদশীরা জানায়, কাজী মুর্তজা আজম জিলানী বিকেল তিনটার দিকে বাগমারা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। ওই এলাকার সাগর রাইস মিল এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ পেছনের দিকে ঘুরতে যায়। এ মন সময় তার পেছনে থাকা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে সময় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বলেন, খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্তসহ চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
রাজবাড়ী সদর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুর্তজা আজম জিলানী (৫০)। তিনি উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদশীরা জানায়, কাজী মুর্তজা আজম জিলানী বিকেল তিনটার দিকে বাগমারা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। ওই এলাকার সাগর রাইস মিল এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ পেছনের দিকে ঘুরতে যায়। এ মন সময় তার পেছনে থাকা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে সময় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বলেন, খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্তসহ চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
আবদুল হালিম বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। সামনের জাতীয় নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। কিন্তু আমরা হিংসা বা ফ্যাসিবাদ সুযোগ পায়—এ ধরনের কোনো কাজে লিপ্ত হব না। ফ্যাসিবাদবিরোধী স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায়বিচার চাই)।’ এ সময় উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন,
৬ মিনিট আগেআরাফাত বলেন, ‘আমি হিমেলের কাছে গেলে তিনি আমাকে গাড়ি আনতে বলেন। কিন্তু কোনো গাড়িচালক আসতে রাজি হননি। বহু কষ্টে একজনকে রাজি করিয়ে আনার পর এমদাদ পিস্তল বের করেন। আমি এমদাদের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে দৌড় দিলে তিনি হিমেলের গলায় দা ধরে হত্যার হুমকি দেন। পরে আমি আবার পিস্তল দিয়ে দিই।’
১৩ মিনিট আগেচট্টগ্রামের পটিয়ায় শিক্ষাগত সনদ জালিয়াতির কারণে ব্যাংকের চাকরি খোয়ানো মো. জাহাঙ্গীর আলম এবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদও হারিয়েছেন। সনদ জালিয়াতি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড গতকাল বৃহস্পতিবার তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়।
৩৪ মিনিট আগেসামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটির দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। দ্বিতীয়টিকে বলা যায়, কণ্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল অ্যাচিভমেন্ট অর্জন করা।
৪১ মিনিট আগে