Ajker Patrika

খিলক্ষেত ও উত্তরখান থেকে মাদকসহ গ্রেপ্তার ৪

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
জব্দ করা মাদকদ্রব্য ও টাকা। সংগৃহীত
জব্দ করা মাদকদ্রব্য ও টাকা। সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত ও উত্তরখান এলাকা থেকে বিপুল হেরোইন, ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে খিলক্ষেত বাজার ও উত্তরখান মাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবু (৩৩), রনি (৩৩), বক্কর (২৮) ও আলমগীর (৩৫)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১ কেজি হেরোইন, ৫৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪৫ হাজার টাকা, মাদকের সেবনের সরঞ্জামাদি, ছুরি, কাঁচি জব্দ করা হয়।

মাদকসহ গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত
মাদকসহ গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

আজ বিকেলে পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরখানে মাজার এলাকা থেকে রনি, বক্কর ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি হেরোইন, ৫৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ