Ajker Patrika

‘বিরোধী মতের সব সংবাদমাধ্যম বন্ধ করতে চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ০০
‘বিরোধী মতের সব সংবাদমাধ্যম বন্ধ করতে চায় সরকার’

বিরোধী মতের সব সংবাদমাধ্যম সরকার বন্ধ করে দিতে চায় বলে দাবি করেছেন সদ্য বন্ধ হয়ে যাওয়া দৈনিক দিনকালের সাংবাদিকেরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক দিনকাল ইউনিটের উদ্যোগে দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তাঁরা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ও সংবাদপত্রের স্বাধীনতা একসঙ্গে যায় না। খোঁড়া অজুহাতে দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বন্ধ করা হয়েছে। সরকার বিরোধী মত, ভিন্ন মত সহ্য করতে পারে না। এ জন্যই এই পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। অবিলম্বে এই পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দিতে হবে।’

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘দেশে এখন যেসব গণমাধ্যম আছে, তার মালিক কোনো না কোনোভাবে সরকারি দলের সঙ্গে যুক্ত। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে সরকার তিন গুণ দামে বিদ্যুৎ কিনেছে। এ বিষয়ে দেশের গণমাধ্যমগুলো তেমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। সরকার দলের লোকেরাই এগুলোর মালিক বলেই এই খবর তেমন প্রচার করা হয়নি। তবে আদানি গ্রুপের সঙ্গে দেশবিরোধী এই চুক্তির বিরুদ্ধে দিনকাল নিয়মিতভাবে খবর প্রচার করেছে। ফলে সরকারের সুবিধাভোগীরা এটি ভালোভাবে নেয়নি। তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে দিনকাল পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। যেভাবে দ্রুত ডিক্লারেশন বাতিল করা হয়েছে, সেভাবে দ্রুত যেন এর ডিক্লারেশন ফিরিয়ে দেওয়া হয়।’

দৈনিক দিনকালের শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘সরকার বিরোধী মতের সব সংবাদমাধ্যম বন্ধ করে দিতে চায়। দিনকাল পত্রিকা বন্ধ তারই প্রমাণ। সরকারের ব্যাংক লুটসহ সব লুটপাটের খবর প্রচার করেছে এই পত্রিকা। এ জন্য সরকার ভিন্ন মতের গণমাধ্যম তারা রাখতে চায় না। বিরোধী দলের মুখপাত্র এই পত্রিকা, সরকার বিরোধী কোনো কথা বললেই নিপীড়ন নেমে আসে। এই পত্রিকা বন্ধের কারণে দেড় হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত