সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতার কোনো পরিকল্পনার সংবাদও আমাদের কাছে আসেনি।’
আজ শনিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রত্যেকটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, আর্মি ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষণ করেছে। কোনো বিস্ফোরণে বিস্ফোরকের সন্ধান পায়নি। এখনো আমাদের অনুসন্ধান চলছে। আমাদের ধারণা, গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিদ্দিকবাজারের ঘটনার বিষয়ে এমনটাই অনুমান করা হচ্ছে।’
আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের আগামী নির্বাচন হবে এই বছর শেষে, অথবা ২০২৪ সালের শুরুতে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবিলা করেই আমরা চলছি। বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় তাদের রাজনৈতিক প্রোপাগান্ডা করবে—এটাই স্বাভাবিক। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বিরোধী দল বলুন কিংবা ভিন্ন পথের রাজনীতি বলুন, সবাই যার যার কৌশল তা অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলার চেষ্টা করে এবং ভাঙচুর, অগ্নিসংযোগ, ষড়যন্ত্রের চেষ্টা করে তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, তারা তাদের কাজ করবে।’
সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান প্রমুখ।
আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতার কোনো পরিকল্পনার সংবাদও আমাদের কাছে আসেনি।’
আজ শনিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রত্যেকটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, আর্মি ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষণ করেছে। কোনো বিস্ফোরণে বিস্ফোরকের সন্ধান পায়নি। এখনো আমাদের অনুসন্ধান চলছে। আমাদের ধারণা, গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিদ্দিকবাজারের ঘটনার বিষয়ে এমনটাই অনুমান করা হচ্ছে।’
আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের আগামী নির্বাচন হবে এই বছর শেষে, অথবা ২০২৪ সালের শুরুতে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবিলা করেই আমরা চলছি। বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় তাদের রাজনৈতিক প্রোপাগান্ডা করবে—এটাই স্বাভাবিক। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বিরোধী দল বলুন কিংবা ভিন্ন পথের রাজনীতি বলুন, সবাই যার যার কৌশল তা অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলার চেষ্টা করে এবং ভাঙচুর, অগ্নিসংযোগ, ষড়যন্ত্রের চেষ্টা করে তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, তারা তাদের কাজ করবে।’
সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান প্রমুখ।
আরও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৩ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
৪ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে