Ajker Patrika

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে শাহবাগে ৪১ লাখ টাকার শাড়ি, থ্রি-পিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহবাগ থানায় সোহেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ছবি: ডিএমপি
শাহবাগ থানায় সোহেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ছবি: ডিএমপি

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা শাড়ি, থ্রি-পিস, থান কাপড়সহ এক ব্যক্তিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা জানিয়েছে, উদ্ধার হওয়ার এসব পণ্যের আনুমানিক মূল্য ৪১ লাখ ২৩ হাজার টাকা।

ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সোহেল (২৮)। তাঁর বাড়ি কুমিল্লার বন্ধুরার অর্জুনতলায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার রাত ৮টার দিকে ডিবি রমনা বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, শাহবাগ থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা শাড়ি, থ্রি-পিস ও থান কাপড় নিয়ে এসেছে কয়েকজন ব্যক্তি।

ডিবির দল তখন উক্ত এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ১ হাজার ২০৭টি শাড়ি, ১ হাজার ২৬৮টি থ্রি-পিস এবং ১৩ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করে।

এসময় অবৈধ এসব মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ