সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
অবশেষে মানিকগঞ্জের সাটুরিয়ার মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের গরম গ্যাসে ধানখেত ক্ষতিগ্রস্ত ৩৬ জন কৃষক ক্ষতিপূরণ পেয়েছেন। রোববার (১ জুন) অফিস চলাকালে সাটুরিয়া উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষকদের মাঝে ১ লাখ ৯৪ হাজার ৯৭৮ টাকা বিতরণ করা হয়। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এর আগে এ ঘটনায় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। গত ২০ মে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে অভিযুক্ত ইটভাটাটির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ভাটার সব কার্যক্রম এবং বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।
এ ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে ভুক্তভোগী কৃষকেরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
তিন ফসলি জমিতে দীর্ঘদিন ধরে যমুনা ব্রিকস ফিল্ড পরিচালিত হয়ে আসছিল। এর গরম গ্যাস ও কালো ধোঁয়ায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ধানসহ বিভিন্ন ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
ভুক্তভোগী কৃষক মো. শামীম বলেন, ‘ক্ষতিপূরণের টাকা পেয়ে আমরা খুশি। পাশে থাকার জন্য প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই।’
ভাটার মালিক আবুল কালাম জানান, গতকাল নির্ধারিত দিনে ৩৬ জন কৃষকের মধ্যে ক্ষতিপূরণের পুরো টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে।’
অবশেষে মানিকগঞ্জের সাটুরিয়ার মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের গরম গ্যাসে ধানখেত ক্ষতিগ্রস্ত ৩৬ জন কৃষক ক্ষতিপূরণ পেয়েছেন। রোববার (১ জুন) অফিস চলাকালে সাটুরিয়া উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষকদের মাঝে ১ লাখ ৯৪ হাজার ৯৭৮ টাকা বিতরণ করা হয়। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এর আগে এ ঘটনায় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। গত ২০ মে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে অভিযুক্ত ইটভাটাটির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ভাটার সব কার্যক্রম এবং বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।
এ ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে ভুক্তভোগী কৃষকেরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
তিন ফসলি জমিতে দীর্ঘদিন ধরে যমুনা ব্রিকস ফিল্ড পরিচালিত হয়ে আসছিল। এর গরম গ্যাস ও কালো ধোঁয়ায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ধানসহ বিভিন্ন ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
ভুক্তভোগী কৃষক মো. শামীম বলেন, ‘ক্ষতিপূরণের টাকা পেয়ে আমরা খুশি। পাশে থাকার জন্য প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই।’
ভাটার মালিক আবুল কালাম জানান, গতকাল নির্ধারিত দিনে ৩৬ জন কৃষকের মধ্যে ক্ষতিপূরণের পুরো টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে