নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত প্রার্থী বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমাকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কর্মী থেকে তো বহিষ্কার করেনি। বহিষ্কার করলেও দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করে যাব। রাজনীতি করতে গেলে একটি দলে থাকতে হয়। কিন্তু পদ-পদবি দরকার হয় না। আমার প্রতি নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে কেউ টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিলাম। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকব। অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না।’
আজ বুধবার দুপুরে শহরের মাসদাইর মজলুম মিলনায়তন প্রাঙ্গণে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখেছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে যদি কেউ নিজে থেকে নির্বাচন করতে চায় তাহলে দলের কোনো আপত্তি থাকবে না।’’ যার ফলে আমি নির্বাচন করেছি। খেটে খাওয়া মানুষের কথা ভেবে আমি নির্বাচন করেছি। আমি যখন মনোনয়ন কিনি, জমা দিই, বাছাই হয়, প্রতীক পাই তখন তো আমাকে দল থেকে কেউ কিছু বলেনি। বরং অনেকেই মেসেজ দিয়ে আমাকে উৎসাহিত করেছে। দলের এই সিদ্ধান্তে কারও প্রতি কোনো ক্ষোভ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অনুগত থাকব।’
তৈমুর আলম বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি এবং ইভিএমের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাব। অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা একটা ভোট ডাকাতির বাক্স।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত প্রার্থী বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমাকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কর্মী থেকে তো বহিষ্কার করেনি। বহিষ্কার করলেও দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করে যাব। রাজনীতি করতে গেলে একটি দলে থাকতে হয়। কিন্তু পদ-পদবি দরকার হয় না। আমার প্রতি নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে কেউ টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিলাম। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকব। অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না।’
আজ বুধবার দুপুরে শহরের মাসদাইর মজলুম মিলনায়তন প্রাঙ্গণে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখেছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে যদি কেউ নিজে থেকে নির্বাচন করতে চায় তাহলে দলের কোনো আপত্তি থাকবে না।’’ যার ফলে আমি নির্বাচন করেছি। খেটে খাওয়া মানুষের কথা ভেবে আমি নির্বাচন করেছি। আমি যখন মনোনয়ন কিনি, জমা দিই, বাছাই হয়, প্রতীক পাই তখন তো আমাকে দল থেকে কেউ কিছু বলেনি। বরং অনেকেই মেসেজ দিয়ে আমাকে উৎসাহিত করেছে। দলের এই সিদ্ধান্তে কারও প্রতি কোনো ক্ষোভ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অনুগত থাকব।’
তৈমুর আলম বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি এবং ইভিএমের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাব। অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা একটা ভোট ডাকাতির বাক্স।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৪ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১১ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৭ মিনিট আগে