Ajker Patrika

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

সাভার (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৭
সাভারে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: আজকের পত্রিকা
সাভারে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: আজকের পত্রিকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ১৮ কোটি মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাদের এ বঞ্চনা ঘোচাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজ সোমবার সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘১৮ কোটি মানুষ এত দিন বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে। তাদের বঞ্চনার কথা কে দেখবে? আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা ঘোচাতে চাই। তারা এত দিনে সুযোগ এসেছে আমাদের, ইনশা আল্লাহ আমরা এ সুযোগটা নেব।’

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সিইসি নাসির উদ্দীন বলেন, ‘আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না। জাতির কাছে যে ওয়াদা আমরা করেছি, সেই ওয়াদা পালনে আপনাদের সহযোগিতা ছাড়া লড়াই কঠিন হবে।’

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ ও আব্দুর রহমানেল মাছউদ।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা হালনাগাদ কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং সুষ্ঠু ও নির্ভুল তথ্য নিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। হালনাগাদের সময় জন্মনিবন্ধন বা শিক্ষাসনদ অনুযায়ী নাম, বয়স ও ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং দ্বৈত ভোটার বা দুবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করার বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার আহ্বান জানান। শতভাগ নির্ভুল হালনাগাদ ভোটার তালিকা করতে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।

‘সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব’—স্লোগানে আজ ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া হালনাগাদ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিক এবং বিগত সময়ে যাঁরা হালনাগাদে বাদ পড়েছেন, তাঁদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত