নরসিংদী প্রতিনিধি
নিয়ম লঙ্ঘন করে নরসিংদী আদালতের গারদের ভেতরে জেলা ছাত্রদল সভাপতি ও হত্যা মামলার আসামি সিদ্দিকুর রহমান নাহিদের জন্মদিন পালন করেছেন। জন্মদিন পালন করা ছাড়াও মোবাইলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলতেও দেখা যায় তাকে।
সিদ্দিকুর রহমান নাহিদ ছাত্রদলের এক নেতাকে হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আছেন। হাজিরা দিতে কারাগার থেকে আদালতের গারদে আনার পর জন্মদিন পালনের এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ প্রায় ৩০টি মামলা রয়েছে বলে জানা গেছে।
নাহিদের নিয়ম লঙ্ঘনের পাশাপাশি পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। আদালতে কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগটি পুলিশ সুপারকে অবহিত করার পর বিষয়টি সবার নজরে আসে।
সিদ্দিকুর রহমান নাহিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে জানা যায়, ‘তার জন্মদিন ছিল গত ৫ মার্চ।’
একাধিক ব্যক্তি জন্মদিনের কেক দিয়ে আদালতের গারদের ভেতরে নাহিদের জন্মদিন পালন করেন। এ সময় নাহিদ ভিডিও কলের মাধ্যমে একাধিক ব্যক্তির সঙ্গে কথোপকথন করার ছবিও দেখা গেছে।
এ সময় জেলা যুবদলের সদস্য ঝুম্মন পাল, মাধবদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাৎ রাজীব, মাধবদী যুবদলের সদস্যসচিব অপু ও একই কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন এবং নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর আলী, বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী রুবেলসহ বিভিন্ন শাখার একাধিক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জমান বলেন, ‘ঘটনা গত ৫ মার্চের। নাহিদকে হত্যা মামলায় হাজিরা দিতে গারদে আনা হয়েছিল। সে দিন আমাদের কিছু পুলিশ সদস্যের সহায়তায় তার কিছু বন্ধু নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেছেন। আমরা বিষয়টি ইতিমধ্যে অবহিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
এখন আপনি (সাংবাদিক) প্রশ্ন করতে পারেন, ‘আমি কেন পুলিশের প্রতি ফেড আপ? একটি চক্র দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে দায়িত্ব পালন করছে। তারা আইন ভঙ্গ করে গারদের ভেতরে এসব অনিয়ম করে যাচ্ছে। আদালত পুলিশের পক্ষ থেকে এসপি স্যারকে জানানো হয়েছে। গত দুই দিন সরকারি ছুটি থাকায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। দু-এক দিনের মধ্যে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
হত্যা মামলার বাদী ও নিহত ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বলেন, ‘আমার ভাইকে হারিয়ে আমরা মর্মাহত। সেখানে ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে ও সরাসরি অংশ গ্রহণে আমার ভাইকে হত্যা করা হয়। আবার সেই হত্যাকারী আদালতের গারদে বসে পুলিশের উপস্থিতিতে আনন্দ উল্লাস করে জন্মদিন পালন করে। সেটা কতটা কষ্টের সেটা ভাই হারানো ব্যক্তি ছাড়া কেউ বুঝবেন কি না আমি জানি না। যারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জন্মদিন পালন করেন এবং যারা সহায়তা করেছেন, তাদের শাস্তির দাবি করছি।’
নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছুটিতে থাকায় আজ আমাদের লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি যে, একজন আসামি হাজিরা দিতে এসে গারদের ভেতরে জন্মদিন পালন করেছেন এবং ভিডিও কলে কথা বলেছেন। পুলিশের দায়িত্বে অবহেলা হয়েছে কি না তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে যাঁদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নিয়ম লঙ্ঘন করে নরসিংদী আদালতের গারদের ভেতরে জেলা ছাত্রদল সভাপতি ও হত্যা মামলার আসামি সিদ্দিকুর রহমান নাহিদের জন্মদিন পালন করেছেন। জন্মদিন পালন করা ছাড়াও মোবাইলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলতেও দেখা যায় তাকে।
সিদ্দিকুর রহমান নাহিদ ছাত্রদলের এক নেতাকে হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আছেন। হাজিরা দিতে কারাগার থেকে আদালতের গারদে আনার পর জন্মদিন পালনের এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ প্রায় ৩০টি মামলা রয়েছে বলে জানা গেছে।
নাহিদের নিয়ম লঙ্ঘনের পাশাপাশি পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। আদালতে কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগটি পুলিশ সুপারকে অবহিত করার পর বিষয়টি সবার নজরে আসে।
সিদ্দিকুর রহমান নাহিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে জানা যায়, ‘তার জন্মদিন ছিল গত ৫ মার্চ।’
একাধিক ব্যক্তি জন্মদিনের কেক দিয়ে আদালতের গারদের ভেতরে নাহিদের জন্মদিন পালন করেন। এ সময় নাহিদ ভিডিও কলের মাধ্যমে একাধিক ব্যক্তির সঙ্গে কথোপকথন করার ছবিও দেখা গেছে।
এ সময় জেলা যুবদলের সদস্য ঝুম্মন পাল, মাধবদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাৎ রাজীব, মাধবদী যুবদলের সদস্যসচিব অপু ও একই কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন এবং নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর আলী, বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী রুবেলসহ বিভিন্ন শাখার একাধিক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জমান বলেন, ‘ঘটনা গত ৫ মার্চের। নাহিদকে হত্যা মামলায় হাজিরা দিতে গারদে আনা হয়েছিল। সে দিন আমাদের কিছু পুলিশ সদস্যের সহায়তায় তার কিছু বন্ধু নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেছেন। আমরা বিষয়টি ইতিমধ্যে অবহিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
এখন আপনি (সাংবাদিক) প্রশ্ন করতে পারেন, ‘আমি কেন পুলিশের প্রতি ফেড আপ? একটি চক্র দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে দায়িত্ব পালন করছে। তারা আইন ভঙ্গ করে গারদের ভেতরে এসব অনিয়ম করে যাচ্ছে। আদালত পুলিশের পক্ষ থেকে এসপি স্যারকে জানানো হয়েছে। গত দুই দিন সরকারি ছুটি থাকায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। দু-এক দিনের মধ্যে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
হত্যা মামলার বাদী ও নিহত ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বলেন, ‘আমার ভাইকে হারিয়ে আমরা মর্মাহত। সেখানে ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে ও সরাসরি অংশ গ্রহণে আমার ভাইকে হত্যা করা হয়। আবার সেই হত্যাকারী আদালতের গারদে বসে পুলিশের উপস্থিতিতে আনন্দ উল্লাস করে জন্মদিন পালন করে। সেটা কতটা কষ্টের সেটা ভাই হারানো ব্যক্তি ছাড়া কেউ বুঝবেন কি না আমি জানি না। যারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জন্মদিন পালন করেন এবং যারা সহায়তা করেছেন, তাদের শাস্তির দাবি করছি।’
নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছুটিতে থাকায় আজ আমাদের লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি যে, একজন আসামি হাজিরা দিতে এসে গারদের ভেতরে জন্মদিন পালন করেছেন এবং ভিডিও কলে কথা বলেছেন। পুলিশের দায়িত্বে অবহেলা হয়েছে কি না তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে যাঁদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে