Ajker Patrika

উপচে পড়া লোকজনসহ এলেন স্থানীয় সংসদ সদস্য

‌নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে
উপচে পড়া লোকজনসহ এলেন স্থানীয় সংসদ সদস্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের চতুর্থদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন স্থানীয় সংসদ সদস্য, পাট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পুড়ে যাওয়া ভবনটি আজ রোববার দুপুর ১২টায় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, `এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।' এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন মন্ত্রী। 

এদিকে মন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শনকে ঘিরে ব্যাপক গণজমায়েত সৃষ্টি হয়েছে। তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতারাসহ শতাধিক কর্মী উপস্থিত হন। করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত জনসমাগমের নিষেধাজ্ঞা থাকলেও আজ সেটা মানা হয়নি। গোলাম দস্তগীর গাজীর সঙ্গে আসা নেতা–কর্মীদের কারও মাঝেই সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। 

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজীর আহমেদ আজকের পত্রিকা কে বলেন, `অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করতে গিয়ে তার সঙ্গে এত গণজমায়েত হওয়াটা আইনের ব্যত্যয় ঘটেছে। এতে করে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।' 

বেনজীর আহমেদ জানান, একজন দায়িত্বশীল ব্যক্তির এমনটা করা উচিত হয়নি। এতে ২০১৮ সালের সংক্রামক ব্যাধি আইন ভঙ্গ হয়েছে বলেও মনে করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত