নাজমুল হাসান সাগর, মাঝিকান্দি চর থেকে
প্রথমবারের মতো পদ্মা সেতুর দুই পাশেই জ্বালানো হলো সড়কবাতি। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষামূলকভাবে সেতুর সবগুলো সড়কবাতি জ্বালানো হয়।
শুরুতে বাতি জ্বালানো হয় মাওয়া প্রান্তের কিছু অংশে। এরপর ১০ মিনিটের মধ্যে ধাপে ধাপে সবগুলো বাতি জ্বলে ওঠে। সেতুর আলোয় ঝলমল করে ওঠে পদ্মার বুক।
এর আগে সেতুর কিছু কিছু অংশে আলো জ্বালানো হয়েছিল। এবারই প্রথম দুই পাশে আলো জ্বালানো হলো। সেতুর আলো যেন এই অঞ্চলের মানুষের জীবনের আলো হয়ে ওঠে এমই আশা মাঝ পদ্মার পাইনপাড়ার মাঝিকান্দি চরের বাসিন্দাদের। এই চরের বাসিন্দা ইউনুস আলী বিকেল থেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন সেতুজুড়ে আলো দেখার জন্য। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এইডা আমাগো জন্যি খুব আনন্দের বিষয়। আগেও সেতুতে বাতি জ্বালাইছে, কিন্তু পুরাডা জুইড়া না। আইজকাই প্রথম পুরা সেতু জুইড়া আলো জ্বালাইতে দেখলাম।’
পাশ থেকে নিজের উচ্ছ্বাস আর আশাবাদের কথা জানালেন ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘চোখের সামনে এই সেতু হইতে দেখলাম। কয় দিন পর উদ্বোধন হইব এইডা। প্রধানমন্ত্রী আইব। আমরা খুব আনন্দিত। আইজকা প্রথম পুরা সেতুতে বাতি জ্বালাইছে, এইডা দেহনের জন্য অপেক্ষা করতেছিলাম। আশা করি, সেতুর এই আলো আমাগো সবার জীবন আলোকিত করব।’
সেতু নিয়ে অনেক আশা রয়েছে এই এলাকার বাসিন্দাদের। এমনটা জানিয়ে মাঝিকান্দি চরের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, ‘এই সেতু আমাগো স্বপ্নের সেতু। এই জন্য আমরা অনেক খুশি। কিন্তু সরকারের কাছে আমাগো আবেদন, সেতুর কারণে যারা কর্মহারা হইব তাগোর জন্য যেন সরকার কর্মের ব্যবস্থা করে।’
এর আগে গত ৭ জুন শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ৬১টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়। এরপর প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এসব বাতি জ্বালিয়ে পরীক্ষা করা হয়।
পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট রয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। ৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬টি এবং মাওয়া প্রান্তে ৪১টি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
২৫ জুন উদ্বোধন করা হবে পদ্মা সেতু। উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে পদ্মার দুই প্রান্তে চলছে জোর প্রস্তুতি। জারি করা হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। পদ্মাপারের বাসিন্দাদের মতো সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে উদ্বোধনের।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
প্রথমবারের মতো পদ্মা সেতুর দুই পাশেই জ্বালানো হলো সড়কবাতি। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষামূলকভাবে সেতুর সবগুলো সড়কবাতি জ্বালানো হয়।
শুরুতে বাতি জ্বালানো হয় মাওয়া প্রান্তের কিছু অংশে। এরপর ১০ মিনিটের মধ্যে ধাপে ধাপে সবগুলো বাতি জ্বলে ওঠে। সেতুর আলোয় ঝলমল করে ওঠে পদ্মার বুক।
এর আগে সেতুর কিছু কিছু অংশে আলো জ্বালানো হয়েছিল। এবারই প্রথম দুই পাশে আলো জ্বালানো হলো। সেতুর আলো যেন এই অঞ্চলের মানুষের জীবনের আলো হয়ে ওঠে এমই আশা মাঝ পদ্মার পাইনপাড়ার মাঝিকান্দি চরের বাসিন্দাদের। এই চরের বাসিন্দা ইউনুস আলী বিকেল থেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন সেতুজুড়ে আলো দেখার জন্য। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এইডা আমাগো জন্যি খুব আনন্দের বিষয়। আগেও সেতুতে বাতি জ্বালাইছে, কিন্তু পুরাডা জুইড়া না। আইজকাই প্রথম পুরা সেতু জুইড়া আলো জ্বালাইতে দেখলাম।’
পাশ থেকে নিজের উচ্ছ্বাস আর আশাবাদের কথা জানালেন ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘চোখের সামনে এই সেতু হইতে দেখলাম। কয় দিন পর উদ্বোধন হইব এইডা। প্রধানমন্ত্রী আইব। আমরা খুব আনন্দিত। আইজকা প্রথম পুরা সেতুতে বাতি জ্বালাইছে, এইডা দেহনের জন্য অপেক্ষা করতেছিলাম। আশা করি, সেতুর এই আলো আমাগো সবার জীবন আলোকিত করব।’
সেতু নিয়ে অনেক আশা রয়েছে এই এলাকার বাসিন্দাদের। এমনটা জানিয়ে মাঝিকান্দি চরের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, ‘এই সেতু আমাগো স্বপ্নের সেতু। এই জন্য আমরা অনেক খুশি। কিন্তু সরকারের কাছে আমাগো আবেদন, সেতুর কারণে যারা কর্মহারা হইব তাগোর জন্য যেন সরকার কর্মের ব্যবস্থা করে।’
এর আগে গত ৭ জুন শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ৬১টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়। এরপর প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এসব বাতি জ্বালিয়ে পরীক্ষা করা হয়।
পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট রয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। ৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬টি এবং মাওয়া প্রান্তে ৪১টি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
২৫ জুন উদ্বোধন করা হবে পদ্মা সেতু। উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে পদ্মার দুই প্রান্তে চলছে জোর প্রস্তুতি। জারি করা হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। পদ্মাপারের বাসিন্দাদের মতো সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে উদ্বোধনের।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১০ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৪ মিনিট আগে