Ajker Patrika

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। 

আজ রোববার বেলা আড়াইটার দিকে তেজগাঁও রেলস্টেশন থেকে ৩০০ গজ দক্ষিণে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে স্টেশনের পাশের রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়য়। পরিচয় শনাক্তের জন্য তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।

এসআইর ধারণা, ওই যুবক ভবঘুরে প্রকৃতির। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরনে ছিল জিন্স প্যান্ট ও ময়লা গেঞ্জি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত