Ajker Patrika

ফের ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নরসিংদীর ৯ যুবক নিখোঁজ

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
ফের ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নরসিংদীর ৯ যুবক নিখোঁজ

আবারও দালালের মাধ্যমে অবৈধভাবে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হয়েছেন নরসিংদীর বেলাব উপজেলার নয় যুবক। এর আগে গত জুনে একইভাবে সাগর পাড়ি দিতে গিয়ে নরসিংদীর একজনের মরদেহ উদ্ধার ও সাতজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল। 

শুক্রবার (১১ আগস্ট) নিখোঁজ হওয়া নয় যুবকের স্বজনেরা সাংবাদিকদের এ তথ্য জানান। 

নিখোঁজরা হলেন—উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে কামাল হেসেন (৩৪), ভাটের গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুন রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার আবদুল মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), রায়হান (২২), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০), নিলক্ষীয়া গ্রামের আমান মিয়া (২১) ও দেওয়ানেরচর গ্রামের আলমাছ আলীর ছেলে ইমন (২০)। 

নিখোঁজদের স্বজনেরা অভিযোগ করছেন, ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে স্থানীয় দুই দালাল দুলালকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন এবং তাঁর ফুফু একই এলাকার নুর কাসেমের স্ত্রী শাহিনুরের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন তাঁরা। 

নিখোঁজ কামাল হোসেনের ছোট ভাই জামাল মিয়া জানান,৫-৬ মাস আগে তাঁর ভাইকে ১২ লাখ টাকা চুক্তিতে ইতালি নেওয়ার উদ্দেশ্যে প্রথমে লিবিয়া নিয়ে যাওয়া হয়। বেশ কিছুদিন ‘গেমঘরে’ রেখে গত বুধবার রাত ৮টায় নদীপথে ইতালির উদ্দেশে যাত্রা করার ৪০ মিনিট পর তাঁদের বহনকারী নৌকা ডুবে যায়। জাকিরের তত্ত্বাবধানে থাকা ২০ জন থেকে ১২ জন ফিরে এলেও ৯ জন নিখোঁজ রয়েছেন। লিবিয়ায় থাকা দালাল জাকির হোসেনের ফোন নম্বরে ও অন্যদের ফোনকল করে স্থানীয় মিলন মেম্বার বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার তথ্য জানতে পেরে তাঁদের জানান। 

নিখোঁজ রবিউলের ভাই ইব্রাহিম বলেন, ‘৮ মাস আগে ভৈরবের দালাল রবিউল্লার মাধ্যমে লিবিয়া যান তাঁর ভাই। কিন্তু সেখানে তাঁর ভাইকে বৈধ কোনো কাগজ করে দেওয়া হয়নি। দুলালকান্দি এলাকার দালাল জাকির হোসেন ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নেয়। এখন খবর পেলাম আমার ভাই নিখোঁজ।’ 

রবিউলের স্ত্রী সাথী আক্তার বলেন, ‘১৭ দিন আগে আমার স্বামীর সঙ্গে কথা হয়েছিল, তিনি তাঁর জন্য দোয়া চেয়ে জানিয়েছিলেন, আমরা এখন গেমঘরে আছি। আগামী বুধবারে ডিঙিতে তুলবে—এ কথা বলে মোবাইল বন্ধ করে দেয়। তারপর থেকে আর যোগাযোগ করতে পারিনি।’ 

নিখোঁজের খবর নরসিংদীতে স্বজনদের কান্নাএ বিষয়ে দুলালকান্দি গ্রামের বাসিন্দা নারায়ণপুর ইউপি সদস্য মিলন মিয়া বলেন, ‘বিভিন্ন পরিবারের লোকজনের মাধ্যমে নিখোঁজের খবর পেয়ে লিবিয়ায় জাকির হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করি। তাঁকে ফোন দেওয়া হলে অন্য একজন রিসিভ করে জানায়, বোট ডুবিতে জাকির হোসেনের অধীনে ২০ জন থেকে ১২ জন গুরুতর আহত অবস্থায় উদ্ধার হলেও ৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।’ 

এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে অভিযুক্ত দালাল জাকির হোসেন ও তার ফুফু শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে এবং লোকমুখে শুনেছি। এখনো কোনো অভিযোগ আসেনি, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা জান্নাত তাহেরা বলেন, ‘নিখোঁজের সংবাদ লোকমুখে শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। নিখোঁজের বিষয় জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি।’ 

এর আগে গত ২৪ জুন নৌপথে ইতালি পাড়ি দিতে গিয়ে নরসিংদীর বেলাব উপজেলার ৭ জন নিখোঁজ ও রায়পুরা উপজেলার ১ জনের মৃত্যুর খবর আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত