জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে এই আয়োজন সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে উপাচার্য অধ্যাপক নূরুল আলম মেলার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে ১৩ তম বারের মতো এই মেলা সম্পন্ন হয়।
আয়োজকেরা জানান, প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই ভিন্নধর্মী মেলা। নানা প্রজাতির বর্ণিল ডানাওয়ালা প্রজাপতি আনন্দ বিলিয়েছে মেলায়। এতে পদচারণা ছিল সব বয়সের মানুষের। বিশেষ করে শিশু-কিশোরদের প্রজাপতির রূপ ধারণের দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাখি মেলা ও প্রজাপতি মেলা সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। তাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে সব ধরনের চেষ্টা করছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের জীব বৈচিত্র্য রক্ষা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের সমন্বয় করে মাষ্টারপ্ল্যান তৈরি করার কাজ শুরু হয়েছে। এই মাষ্টারপ্ল্যান নিয়ে বিশ্ববিদ্যালয়ের অংশীজনের সঙ্গে আলাপও করা হবে।’
মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, ‘সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। প্রজাপতি এই পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পরাগায়নের মাধ্যমে প্রজাপতি পরিবেশ ও প্রকৃতি এবং বনাঞ্চল রক্ষায় ভূমিকা রাখছে। পরিবেশের ছোট্ট প্রাণীটিকে ভালোবাসতে হবে। আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২০ প্রজাতির প্রজাপতি লক্ষ্য করা যেত। তবে এই সংখ্যা উদ্বেগজনক হারে কমছে। তাই প্রজাপতি রক্ষায় এর বাসযোগ্য পরিবেশ অক্ষুণ্ন রাখতে হবে।’
সরেজমিনে দেখা যায়, সাদা জাল দিয়ে ঘেরা প্রদর্শনী ঘরের মধ্যে কিছু ফুলের গাছ। আর রঙিন পাখায় ভর করে গাছের পাতায় ও ফুলে উড়ে উড়ে খেলা করছে নানা রঙ ও প্রজাতির প্রজাপতি। প্রজাপতির দৃষ্টিনন্দন রঙের আর মনোমুগ্ধকর খেলা বাইরে দাঁড়িয়ে উপভোগ করছে শিশু, কিশোর, তরুণ-তরুণী ও বৃদ্ধ সকল বয়সের মানুষ। এদের মধ্যে অনেকেই আবার প্রজাপতির রঙিন পাখার উড়ে বেড়ানোর দৃশ্য ক্যামেরা বন্দী করতে ব্যস্ত।
দিনব্যাপী মেলার অন্যান্য আয়োজনের মধ্যে ছিল-বর্ণাঢ্য র্যালি, প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন।
এ বছর বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৩’ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. জহির রায়হানকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট-২০২৩’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়া প্রিন্ট, ডিজিটাল ও ব্রডকাস্ট ক্যাটাগরিতে তিনজনকে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে এই আয়োজন সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে উপাচার্য অধ্যাপক নূরুল আলম মেলার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে ১৩ তম বারের মতো এই মেলা সম্পন্ন হয়।
আয়োজকেরা জানান, প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই ভিন্নধর্মী মেলা। নানা প্রজাতির বর্ণিল ডানাওয়ালা প্রজাপতি আনন্দ বিলিয়েছে মেলায়। এতে পদচারণা ছিল সব বয়সের মানুষের। বিশেষ করে শিশু-কিশোরদের প্রজাপতির রূপ ধারণের দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাখি মেলা ও প্রজাপতি মেলা সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। তাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে সব ধরনের চেষ্টা করছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের জীব বৈচিত্র্য রক্ষা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের সমন্বয় করে মাষ্টারপ্ল্যান তৈরি করার কাজ শুরু হয়েছে। এই মাষ্টারপ্ল্যান নিয়ে বিশ্ববিদ্যালয়ের অংশীজনের সঙ্গে আলাপও করা হবে।’
মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, ‘সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। প্রজাপতি এই পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পরাগায়নের মাধ্যমে প্রজাপতি পরিবেশ ও প্রকৃতি এবং বনাঞ্চল রক্ষায় ভূমিকা রাখছে। পরিবেশের ছোট্ট প্রাণীটিকে ভালোবাসতে হবে। আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২০ প্রজাতির প্রজাপতি লক্ষ্য করা যেত। তবে এই সংখ্যা উদ্বেগজনক হারে কমছে। তাই প্রজাপতি রক্ষায় এর বাসযোগ্য পরিবেশ অক্ষুণ্ন রাখতে হবে।’
সরেজমিনে দেখা যায়, সাদা জাল দিয়ে ঘেরা প্রদর্শনী ঘরের মধ্যে কিছু ফুলের গাছ। আর রঙিন পাখায় ভর করে গাছের পাতায় ও ফুলে উড়ে উড়ে খেলা করছে নানা রঙ ও প্রজাতির প্রজাপতি। প্রজাপতির দৃষ্টিনন্দন রঙের আর মনোমুগ্ধকর খেলা বাইরে দাঁড়িয়ে উপভোগ করছে শিশু, কিশোর, তরুণ-তরুণী ও বৃদ্ধ সকল বয়সের মানুষ। এদের মধ্যে অনেকেই আবার প্রজাপতির রঙিন পাখার উড়ে বেড়ানোর দৃশ্য ক্যামেরা বন্দী করতে ব্যস্ত।
দিনব্যাপী মেলার অন্যান্য আয়োজনের মধ্যে ছিল-বর্ণাঢ্য র্যালি, প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন।
এ বছর বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৩’ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. জহির রায়হানকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট-২০২৩’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়া প্রিন্ট, ডিজিটাল ও ব্রডকাস্ট ক্যাটাগরিতে তিনজনকে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৬ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৬ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে