Ajker Patrika

ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছেন ছাত্রলীগ নেতা। মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খানসহ ১৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।

আজ শুক্রবার সন্ধ্যায় মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। বলেন, শহীদুল্লাহ হলের ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম বাদী হয়ে আজ দুপুরে ১৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৭। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে শাহবাগ থানার উপপরিদর্শক আলামিনকে।

মামলায় জাহিদুল ইসলাম অভিযোগে লিখেছেন, আমরা মধুর ক্যানটিন থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে শহীদুল্লা হলে ফেরার পথে দোয়েল চত্বরে কার্জন হলের সামনে পৌঁছামাত্র ছাত্রদলের সাধার সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল (৩৭), সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খানসহ (৩৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যেই মারধর করতে থাকে। এতে শহিদুল্লা হলের ৮ শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের কে উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত